ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

উচ্চ আদালতে বিচারাধীন মামলার বিষয়ে কোনও আপত্তি নেই ॥ আইনমন্ত্রী

প্রকাশিত: ০৩:৩৪, ১৯ মে ২০১৯

উচ্চ আদালতে বিচারাধীন মামলার বিষয়ে কোনও আপত্তি নেই ॥ আইনমন্ত্রী

অনলাইন ডেস্ক ॥ আজ রবিবার সচিবালয়ের আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে ইউরোপীয় ইউননিয়নভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘উচ্চ আদালতে বিচারাধীন মামলার বিষয়ে রিপোর্টিংয়ের ক্ষেত্রে কোনও বাধা আছে বলে আমি মনে করি না। রিপোর্টিং করতে নিষেধ করেছে এ ধরনের কোনও প্রজ্ঞাপন হাইকোর্ট দিয়েছে বলে আমার মনে হয় না। উচ্চ আদালতে বিচারাধীন মামলার বিষয়ে কোনও আপত্তি নেই, তবে বিচারাধীন মামলার বিষয়ে ব্যক্তিগত মতামত দেওয়ার ক্ষেত্রে আপত্তি আছে বলে আমার মনে হয়। হাইকোর্টের রেজিস্ট্রার স্বাক্ষরিত সম্প্রতি জারি করা প্রজ্ঞাপনের বিষয়ে আইনমন্ত্রীর কাছে জানতে চাইলে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ‘রেজিস্ট্রার স্বাক্ষরিত যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে তাতে চলমান মামলার বিষয়ে রিপোর্টিং করার ক্ষেত্রে কোনও বিধিনিষেধ জারি করা হয়নি। কিন্তু চলমান মামলা সম্পর্কে ব্যক্তিগত মতামত দিলে বিচারপতিরা এক ধরনের চাপ অনুভব করেন। কারণ, ব্যক্তিগত অভিমত দিলে তা এক ধরনের মিডিয়া ট্রায়াল হয়ে যায়।এ কারণেই তারা চলমান মামলা সম্পর্কে ব্যক্তিগত মতামত না দেওয়ার জন্য ওই প্রজ্ঞাপন জারি করেছেন। তিনি সাংবাদিকদের বলেন, ‘আমার মনে হয় আপনরা যদি এই প্রজ্ঞাপন সম্পর্কে আপিল বিভাগের কাছেও জানতে চান তাহলে আপিল বিভাগও হয়তো এই মতামতই দেবেন। ’
×