ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

রূপে নয় সৌন্দর্য গুণে

প্রকাশিত: ০৮:১৪, ২০ মে ২০১৯

রূপে নয়  সৌন্দর্য গুণে

রেশমি কালো চুল, পটোলচেরা চোখ, ধনুকের মতো বাঁকানো ভ্রু, কমলার মতো ঠোঁট, গলায় সোনার চেইন হাতে হীরার আংটি, কিরণমালা কিংবা বিদেশী চ্যানেলের ফ্যাশন ড্রেস ইত্যাদি; এসবেই কি দেয়াল তুলে থাকে সুন্দরের সংজ্ঞা? অধিকাংশ মানুষের ভাবনায় হয়তো তাই। যদিও ব্যাপারটা আপেক্ষিক, কিন্তু কিছু বিষয় তো আছে যেগুলো সবাই জানেন, একই সঙ্গে মানেনও। কেউ সুন্দরের সংজ্ঞা দেন শারীরিক সৌন্দর্য দেখে আবার কারও কাছে মনের সৌন্দর্যই প্রকৃত সত্য, সত্যি সুন্দর। প্রকৃত অর্থে সুন্দর সেই যে রূপে গুণে মনে চরিত্রে আচার আচরণে মোটকথা সকল গুণে গুণান্বিত তাকেই সুন্দর বলে। তাই সুন্দরের মধ্যেই প্রকাশ পায় রকমারি, কাউকে আমরা বলি সুন্দর, কাউকে অনেক সুন্দর আবার কাউকে অসাধারণ সুন্দর। সুন্দর আর সত্যিই সুন্দর সুন্দর মানুষ সহজেই সবার চোখে পড়ে আর সত্যিই সুন্দর মানুষ চিরস্থায়ীভাবে মানুষের মনে গেঁথে যায়। কারণ সুন্দর মানুষরা দেখতেই সুন্দর। তাদের সাধারণত তেমন আর কোন গুণ থাকে না। কিন্তু সত্যিই সুন্দর মানুষের এমন কিছু ব্যাপার থাকে, যা কেউ অস্বীকার করতে পারে না। তাই সে মানুষের মনে আসন লাভ করে। সুন্দর স্বার্থপর সুন্দর মানুষ নিজেকে নিয়ে ব্যস্ত থাকে। কারণ তারা অতিস্বার্থপর। কিন্তু সত্যি সুন্দর মানুষ নিজেকে উজাড় করে পরার্থে। মুখের হাসি শেয়ার করে বন্ধুর চোখের জল মুছে দিতে। নিজের তৈরি খাবার অন্যের মুখে তুলে দেয় অনায়াসে। বুকে আগলে রাখে দুঃখী মানুষকে। মনের ভেতর থেকেই তাদের জন্য মানুষ ভালবাসা অনুভব করে। ভাবনার তফাত যখন সুন্দর মানুষ চিন্তা করে সুন্দর হচ্ছে লম্বা চুল, সুন্দর ত্বক, কসমেটিকসে ঘষেমেজে ফর্সা করা। তখন সত্যি সুন্দর মানুষের ভাবনা তার ভেতরের চিন্তা আর স্বপ্ন নিয়ে। ভেতরের স্বপ্ন আর ভাবনা যদি সুন্দর হয় তাহলে তাকে সবসময়ই সুন্দর লাগে আর সেটা তার ত্বকের মাঝেও প্রতিফলিত হয়। তাকে স্নিগ্ধ আর মুগ্ধকর লাগে, মায়াবতী লাগে। সুন্দর মানুষ সুন্দর নয় সুন্দর মানুষ ব্যস্ত থাকে তার নিজের দেহের সৌন্দর্য নিয়ে, শরীরের গঠন নিয়ে। অথচ এগুলো যে কোন সময় নষ্ট হয়ে যেতে পারে। তাই সত্যি সুন্দর মানুষ ব্যস্ত থাকে তার জ্ঞান, জানার পরিধি, অভিজ্ঞতা ইত্যাদি নিয়ে। কারণ শারীরিক সৌন্দর্য নষ্ট হয়ে যায় শিগগিরই; কিন্তু মনের সৌন্দর্য আজীবন এমনকি মৃত্যুর পরও অটুট থাকে। তাই সুন্দর মানুষ সুন্দর নয়; কিন্তু সত্যি সুন্দর মানুষ আত্মবিশ্বাসী তার ব্যাপারে। রং বদলানোর খেলা সুন্দর মানুষ শিশু থেকে কিশোর হয়, কিশোর থেকে প্রাপ্তবয়স্ক হয়, যৌবনপ্রাপ্ত হয়, বয়স্ক হয়, বৃদ্ধ হয় আর তার সঙ্গে সঙ্গে তার সৌন্দর্যের তারতম্য ঘটতে থাকে। কিন্তু সত্যি সুন্দর মানুষ সবসময়ই সুন্দর। তার সৌন্দর্য দিন দিন কমে না বরং বাড়তেই থাকে। তাই সত্যি সুন্দর মানুষ আজীবনের জন্যই সুন্দর আর এটা মানুষের মনের ভেতর স্থান করে নেয়। জন্মসূত্রে জন্মসূত্রে সুন্দর মানুষ হওয়া যায়। কিন্তু সত্যি সুন্দর মানুষ হতে হলে আপনাকে তা অর্জন করতে হবে। অর্থাৎ সুন্দর মানুষ কেউ হবে কি হবে না সেটা তার নিজের ওপর নির্ভর করে না। কিন্তু সত্যি সুন্দর মানুষ হতে হলে নিজেকে তৈরি করে নিতে হয়, নেওয়া যায়, যা মানুষের মনে প্রভাব ফেলে তার কাজের মাধ্যমে। আবেগ-ভালবাসা সত্যি সুন্দর মানুষের প্রধান হাতিয়ার আবেগ আর ভালবাসা। ভালবাসা কারও মাঝে না থাকলে তার মধ্যে প্রকৃত সুন্দরের কিছুই থাকে না। যখন একজন সুন্দর মানুষ তার চেহারা, তার লুক দেখানো নিয়ে ব্যস্ত থাকে, এগুলো দেখিয়ে বাহবা পেতে চায়, তখন একজন সত্যি সুন্দর মানুষ তার ভেতরের পেশিউনেট ব্যাপারটাকে চাঙ্গা করে তোলে। আর এর মাঝেই রয়েছে তার সত্যি সুন্দরের সৌন্দর্য। সুন্দরের ভয় একজন সুন্দর মানুষ সারাজীবন ভয়ে থাকে এই বুঝি তার সৌন্দর্য হারিয়ে গেল জরাক্রান্ত হয়ে বা অন্য কোনভাবে। কিন্তু সত্যি সুন্দর মানুষ বরং বেপরোয়া নিজেকে নিয়ে। কারণ সে জানে তার সৌন্দর্য হারানোর নয়। বরং যতই বয়স বাড়বে তার সৌন্দর্য বাড়তেই থাকবে। যদিও সে তার সৌন্দর্য নিয়ে কখনোই ব্যস্ত নয়। তার সৌন্দর্য বাড়ার এটাও একটা কারণ। মনের মানুষ সুন্দরের বর্ণনা একেকজনের কাছে একেক রকম হলেও প্রকৃত সুন্দরের বর্ণনা সর্বজন সমাদৃত। তাই সত্যি সুন্দরের ব্যাপারে কারও কোন দ্বিমত নেই। সত্যি সুন্দর হতে হলে তাকে হতে হবে পরার্থে নিজেকে বিলিয়ে দেওয়ার মতো কিছু। নিজের ভেতরে থাকতে হবে জ্ঞান, অভিজ্ঞতা, মানুষের জন্য কিছু করার আগ্রহ এবং ক্ষমতা। আর সুন্দর মানুষ ব্যস্ত থাকে নিজের শারীরিক সৌন্দর্য নিয়ে, যদিও সে জানে এটা চিরস্থায়ী নয় আর তার সৌন্দর্য সবার কাছে গ্রহণযোগ্যও নয়। কিংবা আমরা তো জানি, একজন মানুষ অনেক সুন্দর হলেও তাকে আমার ভাল নাও লাগতে পারে, কারণ সৌন্দর্য আপেক্ষিক। হয়তো আমার ভাবনার সুন্দর অন্যরকম। কিন্তু সত্যি সুন্দরের ব্যাপারে কোন আপেক্ষিকতা নেই। এটা ধ্রুব সত্য। সব মানুষই সত্যি সুন্দর মানুষকে ভালবাসতে চায়, ভালবাসে আর নিজের মনের গহীন কোণে স্থান করে রাখে। তো এখন আমাদের ভাবনার বিষয় আপনি কোনটা চান? সুন্দর হতে নাকি সুন্দরমনা হতে?
×