ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আগামী ২৮ মে সরকারি চাকুরেদের বেতন-ভাতা

প্রকাশিত: ০৮:২৫, ১৯ মে ২০১৯

আগামী ২৮ মে সরকারি চাকুরেদের বেতন-ভাতা

অনলাইন রিপোর্টার ॥ সরকারি চাকরিজীবীদের মে মাসের বেতন ও ভাতাদি আগামী ২৮ মে প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মফিউ-উদ্দীন আহমেদ স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি রবিবার হিসাব মহানিয়ন্ত্রকের কাছে পাঠানো হয়েছে। এতে বলা হয়, সরকারি বর্ষপঞ্জি-২০১৯ অনুযায়ী আগামী ৫ জুন (চাঁদ দেখা-সাপেক্ষে) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে বিধায় সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে যে, সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত নন-গেজেটেড কর্মচারী ও সামরিক বাহিনীর নন-কমিশন্ড অফিসার/কর্মচারীদের মে মাসের বেতন-ভাতাদি আগামী ২৮ মে প্রদান করা হবে। একই সঙ্গে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদেরও মে মাসের ভাতা ২৮ মে প্রদান করা হবে। বাংলাদেশ ট্রেজারি রুলসের এসআর ১১৩ (২) প্রদত্ত ক্ষমতাবলে এ আদেশ জারি করা হলো।
×