ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সান্তাহারে ‘পঞ্চগড় এক্সপ্রেসের’ বিরতির দাবিতে ‘দ্রুতযান এক্সপ্রেস’ অবরোধ

প্রকাশিত: ০৮:২৮, ২০ মে ২০১৯

 সান্তাহারে ‘পঞ্চগড় এক্সপ্রেসের’ বিরতির  দাবিতে ‘দ্রুতযান এক্সপ্রেস’  অবরোধ

নিজস্ব সংবাদদাতা, সান্তাহার, ১৯ মে ॥ ২৫ মে উদ্বোধন হতে যাওয়া ‘পঞ্চগড় এক্সপ্রেস’ ট্রেন উত্তরের বৃহৎ রেলওয়ে জংশন সান্তাহার স্টেশনে বিরতি ঘোষণার দাবিতে কয়েক হাজার বিক্ষুব্ধ মানুষ রবিবার দুপুরে ঢাকাগামী ‘দ্রুতযান’ আন্তঃনগর এক্সপ্রেস ট্রেন অবরোধ করার ঘটনা ঘটিয়েছে। এ সময় আন্দোলনকারীদের নানা স্লোগানে স্টেশন চত্বর মুখোরিত হয়ে উঠে। ওই ট্রেনটির যাত্রা বিরতির দাবিতে বৃহস্পতিবার থেকে শুরু করা হয়েছে লাগাতার আন্দোলন কর্মসূচী। লাগাতার কর্মসূচীর অংশ হিসেবে রবিবার দুপুর সোয়া ১২টা থেকে পৌনে ১টা পর্যন্ত সান্তাহার জংশন স্টেশনের ৩নং প্লাটফর্মে পঞ্চগড় থেকে ঢাকাগামী দ্রুতযান আন্তঃনগর এক্সপ্রেস ট্রেন অবরোধ করা হয়। নতুন ট্রেনটির সান্তাহার জংশন স্টেশনে যাত্রা বিরতির একাধিক কারণ ব্যাখ্যা করে বক্তব্য রাখেন, ট্রেন যাত্রাবিরতি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক সাবেক গবর্নর কছিম উদ্দিন আহম্মেদ, যুগ্ম আহ্বায়ক সাজেদুল ইসলাম চম্পা, সান্তাহার পৌরসভার সাবেক মেয়র ফিরোজ মোঃ কামরুল হাসান, বর্তমান প্যানেল মেয়র জার্জিস আলম রতন প্রমুখ।
×