ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আমতলীতে সড়কে দুই শিশু ও বৃদ্ধ নিহত

প্রকাশিত: ০৮:৩২, ২০ মে ২০১৯

  আমতলীতে সড়কে দুই শিশু ও বৃদ্ধ নিহত

নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা, ১৯ মে ॥ বরগুনার আমতলী ফেরিঘাটে গ্যাঙওয়ে দিয়ে ফেরিতে পিকআপ ওঠার সময় পেছন দিক থেকে ইট বোঝাই টমটমের ধাক্কায় পন্টুনে থাকা ছত্তার দফাদার (৬৫) এবং চাওড়া পাতাকাটা চৌরাস্তায় টমটম থেকে ছিটকে পড়ে বিশ^জিৎ নামের ছয় বছরের এক শিশু ও দক্ষিণ তক্তাবুনিয়া গ্রামে টমটম চাপায় এক শিশু নিহত হয়েছে। ঘটনা ঘটেছে শনিবার রাতে। জানা গেছে, আমতলী ফেরিঘাটে বরগুনার যাওয়ার জন্য পিকআপ ও ইট বোঝাই টমটম অপেক্ষা করছিল। শনিবার রাত আটটার দিকে গ্যাঙওয়ে দিয়ে পিকআপ ফেরিতে উঠছিল। এ সময় ইট বোঝাই টমটম পেছন দিক থেকে পিকআপকে ধাক্কা দেয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ফেরির পন্টুনে উঠে যায়। এতে পন্টুনে থাকা ছত্তার দফাদার ও ফেরির ম্যানেজার পুলিন বাবু গুরুতর আহত হয়। দ্রুত উদ্ধার করে তাদের আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক আহত ছত্তার দফাদারকে মৃত ঘোষণা করেন। অপর দিকে উপজেলার চাওড়া পাতাকাটা চৌরাস্তায় শনিবার সন্ধ্যায় টমটম ঘোরানোর সময় টমটম থেকে ছিটকে ওই টমটমের চাকায় পিষ্ট হয়ে ছয় বছরের শিশু বিশ^জিৎ গুরুতর আহত হয়। দ্রুত শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে আমতলী উপজেলার দক্ষিণ তক্তাবুনিয়া গ্রামের সোহেল হাওলাদারের পাঁচ বছরের শিশু পুত্র সিয়াম বাদাম বোঝাই টমটমের চাপায় নিহত হয়েছে। ঘটনা ঘটেছে রবিবার সকালে দফাদার ব্রিজ এলাকায়। জানা গেছে, উপজেলার দক্ষিণ তক্তাবুনিয়া গ্রামের সোহেল হাওলাদারের শিশু পুত্র সিয়াম বাড়ির পাশে দফাদার ব্রিজ এলাকার ওয়াবদার ঢালে দাঁড়িয়ে ছিল। ওই ওয়াবদার ঢাল বেয়ে বাদাম বোঝাই একটি টমটম উঠতেছিল। ঢালের অর্ধেক পথে গিয়ে টমটমের মেশিন বন্ধ হয়ে যায়। এতে ওই টমটম পেছনে নেমে গিয়ে শিশু সিয়ামের ওপরে উঠে যায়। এতে শিশু সিয়াম গুরুতর আহত হয়। দ্রুত স্বজনরা তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মাধবপুর নিজস্ব সংবাদদাতা মাধবপুর, হবিগঞ্জ থেকে জানান, ঢাকা-সিলেট পুরাতন সড়কের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির নিকট অটোরিক্সা ও পিকআপ ভ্যানের সংঘর্ষে হাসমত আলী (৩৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে এবং ৪ জন আহত হয়েছে। রবিবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। বাগেরহাট স্টাফ রিপোর্টার বাগেরহাট থেকে জানান, খুলনা-মাওয়া মহাসড়কে তেলবাহী ট্রাকের সঙ্গে গরুবাহী পিকআপের সংঘর্ষে দুইটি গরু মারা গেছে। এতে পিকআপ চালক ও দুই গরু ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। রবিবার দুপুরে খুলনা-মাওয়া মহাসড়কের ফকিরহাট উপজেলার ফলতিতা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম স্টাফ রিপোর্টার চট্টগ্রাম অফিস থেকে জানান, ফৌজদারহাট বাইপাস এলাকায় একটি কাভার্ডভ্যান ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন মোঃ ইয়াসিন (৩৫) নামের এক ব্যক্তি। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে নেয়া হলে শারীরিক পরীক্ষা করে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
×