ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শেরপুরে ঝড়ে গাছ চাপা পড়ে ভ্যানচালক নিহত

প্রকাশিত: ০৮:৩২, ২০ মে ২০১৯

 শেরপুরে ঝড়ে গাছ  চাপা পড়ে  ভ্যানচালক  নিহত

নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ১৯ মে ॥ নকলায় কালবৈশাখী ঝড়ে ঘরের উপর গাছ উপড়ে পড়ে বিল্লাল হোসেন (৪২) নামে এক ভ্যানচালক নিহত ও তার স্ত্রী সন্তানসহ ২ জন আহত হয়েছে। শনিবার গভীর রাতে উপজেলার শিববাড়ীতে ওই ঘটনা ঘটে। এদিকে রবিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করে নিহত বিল্লাল হোসেনের পরিবারকে তাৎক্ষণিকভাবে ১০ হাজার টাকা সহায়তা প্রদান করেছেন নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান। এছাড়া পরবর্তীতে তার ঘর মেরামতেও সহায়তা করা হবে বলে জানান তিনি। জানা যায়, শনিবার গভীর রাতে সেহরি খাওয়ার আগ মুহূর্তে নকলা উপজেলার অন্তত ৪টি গ্রামের ওপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যায়। এতে বেশ কিছু ফলদ ও বনজ গাছপালাসহ বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত হয়। ওইসময় শিববাড়ী মহল্লার ভ্যানচালক বিল্লাল হোসেনের ঘরের ওপর একটি কাঁঠাল গাছ উপড়ে পড়ে। এতে বিল্লাল হোসেনসহ তার স্ত্রী ও শিশু সন্তান চাপা পড়ে। নেত্রকোনা নিজস্ব সংবাদদাতা নেত্রকোনা থেকে জানান, কালবৈশাখী ঝড়ে ঘরের নিচে চাপা পড়ে হারেছ মিয়া (৩৫) নামে এক কৃষিশ্রমিক নিহত হয়েছেন। রবিবার ভোরে জেলার কেন্দুয়া উপজেলার কাউরাট গ্রামে তার শ্বশুরবাড়িতে এ ঘটনা ঘটে। নিহত হারেছ মিয়ার বাড়ি ওই উপজেলার কোনাপাড়া গ্রামে। জানা গেছে, হারেছ মিয়া তার শ্বশুরবাড়ির জমির ধান কাটতে কাউরাট গ্রামে গিয়েছিলেন। শনিবার রাতে তিনি শ্বশুরবাড়ির একটি ঘরে ঘুমিয়ে ছিলেন। ভোরে কালবৈশাখী ঝড়ে হঠাৎ একটি তালগাছ ভেঙ্গে ওই ঘরের উপর পড়ে। এতে ঘরটি বিধ্বস্ত হয়। আর হারেছ মিয়া বিধ্বস্ত ঘরের নিচে চাপা পরেন। স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
×