ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিকাশের টাকা লুট চক্রের ৫ সদস্য গ্রেফতার ॥ ১৩ লাখ টাকা উদ্ধার

প্রকাশিত: ০৮:৩৩, ২০ মে ২০১৯

  বিকাশের টাকা লুট  চক্রের ৫ সদস্য  গ্রেফতার ॥ ১৩ লাখ  টাকা উদ্ধার

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ হাটহাজারী থেকে বিকাশের ম্যানেজার থেকে ৭৭ লাখ টাকার লুটে নেয়ার ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার হাটহাজারী জেলা পুলিশের একটি দল হাটহাজারী ও বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে লুন্ঠিত অর্থর ১৩ লাখ টাকা। এ ঘটনায় একটি সিএনজি ট্যাক্সি ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। জানা গেছে, গত ৯ মার্চ রাত সাড়ে আটটার দিকে হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্স এলাকার নুসরাত টাওয়ারের ৭ম তলায় বিকাশের মিজাব এন্টারপ্রাইজ নামক একটি ডিলার অফিস রয়েছে। বিকাশের ফিন্যান্স ম্যানেজার মোহাম্মদ সাইফুল ইসলাম প্রকাশ টিপু ওই ডিলারের কাছ থেকে ৭৭ লাখ টাকা একটি ব্যাগে নিয়ে ভাড়া বাসার দিকে যাচ্ছিলেন। কিন্তু তার বাসার কাছাকাছি পৌঁছলে আগে থেকে ওঁৎ পেতে থাকা ছিনতাই চক্রের কয়েক সদস্য সাইফুলের চোখে মরিচের গুঁড়া নিক্ষেপ করে ব্যাগভর্তি ৭৭ লাখ টাকা ছিনিয়ে নেয়। এ সময় চক্রের সদস্যরা ট্যাক্সি ও মোটরসাইকেলে পালিয়ে যায়। হাটহাজারী থানা পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে আশপাশ এলাকায় অভিযান পরিচালনা করে সিএনজি চালক মোঃ সালাহউদ্দিন প্রকাশ সরোয়ারকে আটক করে। এ ঘটনায় ব্যবহৃত সিএনজি (চট্টগ্রাম-থ-১৩-১৪৩৫) জব্দ করে। আসামি সালাহউদ্দিনের তথ্য ও ভিডিও ফুটেজের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে পুলিশ। তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কুমিল্লা জেলার নাঙ্গলকোট ও চৌদ্দগ্রাম, চট্টগ্রাম মহানগর, বোয়ালখালী, বাঁশখালী, সাতকানিয়া এবং কক্সবাজার জেলার উখিয়া থানাধীন কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে সাঁড়াশি অভিযান চালায় পুলিশ। ছিনতাইকারী চক্রের আরও ৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- জসিম উদ্দিন প্রকাশ বকতিয়ার, মোঃ আমির হোসেন প্রকাশ আমিরা, রাসেল প্রকাশ মানিক এবং লিয়াকত আলী। তবে আসামি রাসেল প্রকাশ মানিকের কাছ থেকে ১১ লাখ টাকা ও এ ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়। এ ছাড়া আরেক আসামি আমির হোসেন প্রকাশ আমিরার কাছ থেকে ১ লাখ ৯০ হাজার টাকা উদ্ধার করা হয়। ৭৭ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় এ পর্যন্ত পুলিশ মোট ১২ লাখ ৯০ হাজার টাকা উদ্ধার করেছে।
×