ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

কলারোয়া উপজেলা ছাত্রলীগের কমিটি বাতিল

প্রকাশিত: ০৮:৩৫, ২০ মে ২০১৯

 কলারোয়া উপজেলা ছাত্রলীগের কমিটি বাতিল

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সাতক্ষীরার কলারোয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ইলেকট্রনিকস ব্যবসায়ী জিএম তুষার হোসেনের হাতের ৪টি আঙ্গুল কেটে নেয়ার ঘটনায় কলারোয়া উপজেলা ছাত্রলীগের কমিটি বাতিল করা হয়েছে। এই ঘটনায় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদি হাসান নাইসসহ সাত জনের নামে থানায় মামলা দায়ের হয়েছে। শনিবার রাতে আহত তুষারের চাচা আবু সিদ্দিক গাজী বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন। পুলিশ ইতেমধ্যে এ মামলার অন্যতম আসামি রেজাউল ইসলামকে গ্রেফতার করেছে। আহত তুষারকে বর্তমানে ঢাকার মোহাম্মদপুর আল-মানার নামের একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসা চলছে বলে জানিয়েছেন তারা বাবা মুনসুর গাজী। কলারোয়া থানা পুলিশ জানায়, এ ঘটনায় এ মামলার অন্যতম আসামি রেজাউল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।
×