ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভারতের ক্ষমতায় ফের মোদী

প্রকাশিত: ০৮:৪০, ১৯ মে ২০১৯

ভারতের ক্ষমতায় ফের মোদী

অনলাইন রিপোর্টার ॥ বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্র ভারতের লোকসভা নির্বাচনে টানা দ্বিতীয়বারের মতো জিততে চলেছে নরেন্দ্র মোদীর দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। ২০১৪ সালের নির্বাচনের মতো এবারও নিরঙ্কুশ জয়ে ক্ষমতার চেয়ারে বসছেন মোদী, বলছে বুথফেরত জরিপ। ৫৪৩ আসনের মধ্যে ভারতে সরকার গঠনের জন্য প্রয়োজন হয় মোট ২৭২ আসন। বিবিসির প্রতিবেদনে চারটি বুথফেরত জরিপের ফলে বলা হয়েছে, বিজেপির নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ) বড় জয়ের পথে রয়েছে। এ জোট ২৮০-৩১৫ আসন পেতে পারে। রিপাবলিক সি-ভোটার ধারণা করছে, এনডিএ জোট ৩শ’র বেশি আসনে জয়লাভ করবে। টাইমস নাও-ভিএমআরেরও ধারণা, এনডিএর আসন সংখ্যা ৩শ’র উপর উঠবে। বুথফেরত জরিপ অনুযায়ী, এনডিএ ৩০০, কংগ্রেস ও বিরোধী জোট পাবে ১২৭ আসন। এরমধ্যে, উত্তর প্রদেশের ৮০ আসনের মধ্যে বিজেপি জোট ৪৪ আসন পাবে। ২০১৪ সালে মাত্র ২টি আসন পেলেও এবারে মায়াবতী-অখিলেশ মেলবন্ধনে কংগ্রেস পাচ্ছে ৩৪টি আসন। গত ডিসেম্বরের নির্বাচনে ভালো করলেও এবারের লোকসভা নির্বাচনে ভারতের তিন প্রাণকেন্দ্র মধ্যপ্রদেশ, রাজস্থান ও ছত্তিশগড়ে জেতা হচ্ছে না কংগ্রেসের। ৯০ কোটি ভোটারের দেশ ভারতে গত ১৯ এপ্রিল থেকে ১৯ মে পর্যন্ত সাতটি পর্বে লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হবে আগামী ২৩ মে। তবে বিশ্লেষকরা সতর্ক করে বলছেন, বুথফেরত জরিপে বিজেপি এগিয়ে থাকলেও চূড়ান্ত ফলাফল পাওয়া পর্যন্তই অপেক্ষা করতে হবে মোদীর সমর্থকদের। কারণ অতীতে অনেক সময়ই ফল পাল্টে যাওয়ার রেকর্ড হয়েছে।
×