ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

এফবিসিসিআইয়ের নতুন সভাপতির দায়িত্ব নিলেন শেখ ফাহিম

প্রকাশিত: ০৮:৫৪, ২০ মে ২০১৯

 এফবিসিসিআইয়ের নতুন সভাপতির  দায়িত্ব নিলেন শেখ ফাহিম

অর্থনৈতিক রিপোর্টার ॥ উদিয়মান অর্থনীতিকে এগিয়ে নেয়ার প্রত্যয় জানিয়েছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের নতুন সভাপতি শেখ ফজলে ফাহিম। রবিবার রাজধানীর মতিঝিলের এফবিসিসিআই ভবনে শেখ ফজলে ফাহিমের নেতৃত্বে নবনির্বাচিত পরিচালনা পর্ষদের দায়িত্ব গ্রহণ শেষে তিনি এ কথা বলেন। এফবিসিসিআইয়ের সদ্য বিদায়ী সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন এ দায়িত্বভার নতুন সভাপতির কাছে অর্পণ করেন। বিদায়ী সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, সাবেক সব সভাপতিরা বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছেন যে শেখ ফজলে ফাহিম ব্যবসায়ীদের এ শীর্ষ সংগঠনকে তার দক্ষতায় এগিয়ে নিতে সক্ষম হবেন। এই বিবেচনা থেকেই তাকে সভাপতি নির্বাচিত করা হয়েছে। তিনি বলেন, ‘আমরা ব্যবসা সহজীকরণ সূচকে ১৭৬তম অবস্থানে থাকতে চাই না। আশা করি, এফবিসিসিআইয়ের বর্তমান নেতৃত্ব তাদের কর্ম দক্ষতায় অতীতের সব নেতৃত্বকে অতিক্রম করবে।’ এফবিসিসিআইয়ের (২০১৯-২১) মেয়াদের পরিচালনা পর্ষদে এ মেয়াদে সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ কোল্ড স্টোরেজ এ্যাসোসিয়েশনের প্রতিনিধি মুনতাকিম আশরাফ। এছাড়া চেম্বার এবং এ্যাসোসিয়েশন গ্রুপ থেকে তিনজন করে আরও মোট ছয়জন সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। সহ-সভাপতি হয়েছেন বাগেরহাট চেম্বার্স অব কমার্স এ্যান্ড ইন্ডাট্রি থেকে প্রতিনিধিত্বকারী হাসিনা নেওয়াজ, চুয়াডাঙ্গা চেম্বার্স অব কমার্স থেকে দিলীপ কুমার আগরওয়ালা, জামালপুর চেম্বার্স অব কমার্স থেকে রেজাউল করিম রেজনু, বাংলাদেশ ইলেকট্রিকেল এ্যাসোসিয়েশন থেকে মীর নিজাম উদ্দিন আহমেদ,বাংলাদেশ গামেন্ট ম্যানুফ্যাকচারর্স এ্যান্ড এক্সপোর্টার্স এ্যাসোসিয়েশনের প্রতিনিধি সিদ্দিকুর রহমান, বাংলাদেশ সেকেন্ডারি কোয়ালিটি টিনপ্লেট ইসপোর্টার্স এ্যান্ড মার্চেন্টস এ্যাসোসিয়েশনের প্রতিনিধি নিজাম উদ্দিন রাজেশ। শেখ ফজলে ফাহিম দেশের শীর্ষ বাণিজ্য সংগঠন এফবিসিসিআইয়ের ২৪তম সভাপতির দায়িত্ব নিলেন। গোপালগঞ্জ চেম্বারের প্রতিনিধি ফাহিম এফবিসিসিআই সভাপতির দায়িত্বে শফিউল ইসলাম মহিউদ্দিনের স্থলাভিষিক্ত হলেন। ছয়জন সহ-সভাপতিসহ ৭১ পরিচালক দুপুরে এফবিসিসিআই ভবনের মিলনায়তনে তাদের দায়িত্ব গ্রহণ করেন।
×