ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মধ্যপ্রাচ্যে অস্থিতিশীল ঘটনায় বাড়ছে জ্বালানি তেলের দাম

প্রকাশিত: ০৮:৫৪, ২০ মে ২০১৯

 মধ্যপ্রাচ্যে অস্থিতিশীল ঘটনায় বাড়ছে জ্বালানি তেলের দাম

অর্থনৈতিক রিপোর্টার ॥ বছরের শুরুতে আন্তর্জাতিক বাজারে কমতে থাকে জ্বালানি তেলের দাম। সৌদি আরবের উৎপাদন ও রফতানি কমানোর ঘোষণার পর চলতি মাসে উর্ধমুখী হয় এ বাজার। এর সঙ্গে সৌদি তেলবাহী ট্যাংকার ও পাম্প স্টেশনে হামলার ঘটনায় আরও দুই দফায় বাড়ে পণ্যটির দাম। সপ্তাহের ব্যবধানে প্রায় ৬ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড অয়েল বিক্রি হচ্ছে, ৭২ দশমিক ছয় দুই ডলারে। আগামী মাসে এর দাম আরও বাড়তে পারে বলে শঙ্কা বাজার বিশ্লেষকদের। বছরের শুরু থেকে আন্তর্জাতিক বাজারে নিম্নমুখী ছিল জ্বালানি তেলের দাম। এই ধারা ঠেকাতে জুন মাস থেকে উত্তোলন ও রফতানি কমানোর সিদ্ধান্ত নেয় সৌদি আরব। রফতানিকারক দেশগুলোর সংগঠন ওপেকের পরামর্শে দৈনিক রফতানি ৭০ লাখ ব্যারেলে নামানোর ঘোষণা দেয় মধ্যপ্রাচ্যের দেশটি। গেল সপ্তাহে এ ঘোষণার পরই এক দফা বাড়ে এ জ্বালানি পণ্যের দাম।
×