ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাজু ভাস্কর্যের পাদদেশে লাগাতার অবস্থানে ছাত্রলীগের বিক্ষুব্ধরা

প্রকাশিত: ০৯:০৪, ২০ মে ২০১৯

রাজু ভাস্কর্যের পাদদেশে লাগাতার অবস্থানে ছাত্রলীগের বিক্ষুব্ধরা

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে হামলার অভিযোগে এবার রাজু ভাস্কর্যের পাদদেশে লাগাতার অবস্থান নিয়েছেন ছাত্রলীগের বিক্ষুব্ধ পদবঞ্চিত ও পদপ্রত্যাশী নেতাকর্মীরা। সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে শনিবার মধ্যরাতে আলোচনার জন্য ডেকে এনে নারীকর্মীসহ অন্যান্যের ওপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করছেন তারা। প্রতিবাদকারীরা প্রধানমন্ত্রীর বক্তব্য না পাওয়া পর্যন্ত কর্মসূচী চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। এদিকে শিক্ষা উপমন্ত্রীর নাম ব্যবহার করে হামলার শিকার এক ছাত্রলীগ নেত্রীকে অপহরণের চেষ্টা ঘটনায় থানায় জিডি করা হয়েছে। ছাত্রলীগের ৩০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ঘিরে শনিবার গভীর রাতে পদবঞ্চিত ও প্রত্যাশিত পদ না পাওয়া বিক্ষুব্ধ নেতানেত্রীদের ওপর হামলা ও লাঞ্ছনার অভিযোগ করা হয়েছে। কমিটিতে পদ পাওয়া বিতর্কিতদের সম্পর্কে তথ্য নেয়াসহ কমিটি ঘোষণা কেন্দ্র করে সৃষ্ট ঘটনার সার্বিক বিষয়ে আলোচনার জন্য বিক্ষুব্ধদের টিএসসিতে ডাকেন ছাত্রলীগের শীর্ষ দুই নেতা। আন্দোলনকারীরা অভিযোগ করছেন, আলোচনার এক পর্যায়ে শোভন-রাব্বানী অনুসারীরা তাদের ওপর হামলা চালায়। এমনকি সাধারণ সম্পাদক নিজেই এক নেত্রীর গায়ে হাত তুলেছেন বলে অভিযোগ করেন তারা। আলোচনার এক পর্যায়ে গোলাম রাব্বানী এক টকশোতে তার বিরুদ্ধে মাদকের প্রমাণ থাকার কথা কেন বলেছেন তা জানতে চান রোকেয়া হলের ছাত্রলীগ সভাপতি ও ডাকসুর কমনরুম ও ক্যাফেটরিয়া সম্পাদক বিএম লিপি আক্তার। এর পরেই দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হলে শোভন-রাব্বানী অনুসারীরা বিক্ষুব্ধদের ওপর চড়াও হয়। এ ঘটনায় ঢাবি ছাত্রলীগের উপ-প্রচার সম্পাদক শেখ আব্দুল্লাহর ডান পাশের ‘কলার বোন’ ভেঙ্গে যায়। বিক্ষুব্ধরা বলছেন, আলোচনার শুরু থেকেই ছাত্রলীগ সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী ব্যক্তিগত আক্রমণ করে কথা বলছিলেন। আমরা দুই নেতাকে অনুরোধ করেছিলাম আপনাদের অনুসারীদের চলে যেতে বলেন, যাতে আমরা একান্তে কথা বলতে পারি। কিছু বলতে গেলেই তারা হইচই শুরু করে দেয়। বিক্ষুব্ধরা অভিযোগ করেন গোলাম রাব্বানী নিজেই বিএম লিপির ওপর হামলা চালিয়েছেন। হামলার ঘটনা ঘটার পর রাত দুইটা ৫০ মিনিটের দিকে রাজু ভাস্কর্যে অবস্থান নেন বিক্ষুব্ধরা। এ সময় শোভন-রাব্বানী সেখানে গেলে তাদের সঙ্গে আবারও কথা কাটাকাটি হয়। বিক্ষুব্ধরা গভীর রাতে টিএসসিতে ডেকে এনে কেন হামলা করা হলো তা জানতে চান। প্রতিমন্ত্রী নওফেলের নাম ব্যবহার করে ছাত্রলীগ নেত্রীকে অপহরণের চেষ্টা ॥ শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের নাম ব্যবহার করে রোকেয়া হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শ্রাবণী ইসলাম দিসাকে অপহরণের চেষ্টার অভিযোগ করা হয়েছে। রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন দিসা। মোতালেব প্লাজার একটি বাসা থেকে এই অপহরণের চেষ্টা করা হয় বলে জানান তিনি। এ ঘটনায় শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। দিসা বলেন, শনিবার দুপুরে বদরুন্নেসা কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি এস কে রিমা ফোন করে তাকে বলেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও শিক্ষা উপমন্ত্রী নওফেল আমার সঙ্গে কথা বলতে চান। এরপর নওফেল পরিচয়ে একজন ফোনে বলেন, ‘তোমার ওপর হামলার বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে।
×