ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বেসরকারী শিক্ষক নিবন্ধনের প্রিলিতে উত্তীর্ণ এক লাখ ৫২ হাজার

প্রকাশিত: ০৯:০৫, ২০ মে ২০১৯

 বেসরকারী শিক্ষক  নিবন্ধনের প্রিলিতে উত্তীর্ণ এক লাখ ৫২ হাজার

স্টাফ রিপোর্টার ॥ বেসরকারী শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এক লাখ ৫২ হাজার চাকরি প্রার্থী। পাসের হার ২০ দশমিক ৫৩ শতাংশ ভাগ। রবিবার ১৫তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এদিকে রবিবার থেকে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার প্রবেশপত্র বিতরণ শুরু হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদফতরের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে প্রার্থীরা প্রবেশপত্র সংগ্রহ করতে পারছেন। রবিবার সকালে প্রকাশ হয়েছে ১৫তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফল। নির্ধারিত ওয়েবসাইটে হঃৎপধ.ঃবষবঃধষশ.পড়স.নফ ফলাফল পাওয়া যাচ্ছে। এছাড়া উত্তীর্ণ প্রার্থীদের এসএমএস করে জানানো হয়েছে। প্রিলিমিনারিতে উত্তীর্ণদের মধ্যে স্কুল পর্যায়ের ৫৫ হাজার ৫৯৬ জন, স্কুল পর্যায়-২ এর ৪ হাজার ১২৯ জন এবং কলেজ পর্যায়ের ৯২ হাজার ২৭৫ জন প্রার্থী রয়েছেন। এ পরীক্ষায় ৮ লাখ ৭৬ হাজার ৩৩ জন প্রার্থী অংশগ্রহণ করেন। গত ২৮ নবেম্বর ১৫তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করে বেসরকারী শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। গত ১৯ এপ্রিল প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণদের দ্বিতীয় ধাপে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র ওয়েবসাইটে ॥ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার প্রবেশপত্র রবিবার থেকে পাচ্ছেন প্রার্থীরা। প্রার্থীদের এসএমএসের মাধ্যমে পরীক্ষার তারিখ ও প্রবেশপত্র ডাউনলোডের তথ্য জানিয়ে দেয়া হচ্ছে।
×