ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কৃষক বাঁচাতে সমন্বিত উদ্যোগ চাই ॥ ইনু

প্রকাশিত: ০৯:০৫, ২০ মে ২০১৯

 কৃষক বাঁচাতে সমন্বিত  উদ্যোগ চাই ॥ ইনু

স্টাফ রিপোর্টার ॥ কৃষক বাঁচাতে সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এ ক্ষেত্রে কোন অজুহাত শুনতে চান না বলেও জানিয়েছেন ক্ষমতাসীন ১৪ দলীয় জোটের অন্যতম শীর্ষ এই নেতা। রবিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। সরকার নির্ধারিত ১ হাজার ৪০ টাকা মণ দরে ধান কেনার দাবিতে জাতীয় কৃষক জোট এই মানববন্ধনের আয়োজন করে। ইনু বলেন, কোন অজুহাত শুনতে চাই না, কৃষক বাঁচাতে সমন্বিত পদক্ষেপ গ্রহণ করতে হবে। সরকার নির্ধারিত মূল্যে সরাসরি কৃষকের কাছ থেকে ধান ক্রয় করতে হবে। প্রয়োজনে অর্ধেক দাম আগাম দিয়ে কৃষকের গোলায় ধান রাখা ও সরকারী গুদামে সরবরাহের পর বাকি অর্ধেক দাম পরিশোধ করার পদ্ধতি চালু করে সরাসরি কৃষকের কাছ থেকে ধান ক্রয় করতে হবে। সাবেক মন্ত্রী বলেন, সরকারী গুদাম খালি না থাকলে বেসরকারী ও ব্যক্তিখাতের গুদাম ভাড়া নিতে হবে। আপাতত চাল আমদানি বন্ধ রাখতে হবে। দেশের চাহিদা অতিরিক্ত উৎপাদিত চাল রফতানির ব্যবস্থা করার কথা ভাবতে হবে।
×