ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বাংলাদেশী পাসপোর্টে বিদেশ যাওয়ার চেষ্টা, চার রোহিঙ্গা আটক

প্রকাশিত: ০৯:০৬, ২০ মে ২০১৯

 বাংলাদেশী পাসপোর্টে বিদেশ যাওয়ার চেষ্টা, চার রোহিঙ্গা আটক

স্টাফ রিপোর্টার ॥ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রবিবার চার রোহিঙ্গাকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। রবিবার সকাল সোয়া ৭টার দিকে গালফ এয়ারের একটি ফ্লাইট থেকে তাদের আটক করা হয়। বিমানবন্দরের এপিবিএন কর্মকর্তা এএসপি আসিফ জানান, গালফ এয়ারের একটি বিমানে করে বাংলাদেশী পাসপোর্টে বিদেশ যাওয়ার সময় চার রোহিঙ্গাকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদের পর তাদের বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়। সেখান থেকে তাদের ক্যাম্পে পাঠানো হতে পারে। এ বিষয়ে আমর্ড পুলিশের এডিশনাল পুলিশ সুপার আলমগীর হোসাইন শিমুল বলেন, তাদের আগাম তথ্যের ভিত্তিতে আটক করা হয়। এ রুটে বেশ ক’জন রোহিঙ্গা বিদেশে পালিয়ে যেতে পারে তেমনটি আগেই নিশ্চিত ছিল। ইমিগ্রেশন পুলিশ জানিয়েছে, এ চারজন কাউন্টারে আসার পর তাদের জিজ্ঞাসাবাদের শুরুতেই অসংলগ্ন কথা বলতে থাকে। নিজেদের বাংলাদেশী পরিচয়ে বিদেশ যাওয়ার যৌক্তিকতা নিয়ে কথা বলতে শুরু করে। রোহিঙ্গাদের সমস্যা সম্পর্কে প্রশ্ন করা হলে তারা আবোল-তাবোল বলে। এক পর্যায়ে তারা কথা বলা বন্ধ করে দেয়। কিভাবে কার মাধ্যমে বাংলাদেশী পাসপোর্ট সংগ্রহ করা হয়েছে জানতে চাইলেও তারা সদুত্তর দিতে পারেনি।
×