ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিএনপির দুদিনের কর্মসূচী, কৃষক দলের ৬ দিনের

প্রকাশিত: ০৯:০৭, ২০ মে ২০১৯

 বিএনপির দুদিনের কর্মসূচী, কৃষক দলের ৬ দিনের

স্টাফ রিপোর্টার ॥ কৃষকদের ধানের ন্যায্যমূল্য এবং পাটকল শ্রমিকদের বকেয়া বেতন প্রদানের দাবিতে দুদিনের কর্মসূচী ঘোষণা করেছে বিএনপি। কর্মসূচীর মধ্যে রয়েছে ২১ মে দেশব্যাপী জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি এবং ২৩ মে সারাদেশের ইউনিয়ন পর্যায়ের হাট-বাজারগুলোতে মানববন্ধন। রবিবার দুপুরে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচী ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ ছাড়া বিএনপির অঙ্গ সংগঠন কৃষক দল ধানের ন্যায্যমূল্যের দাবিতে ছয়দিনের কর্মসূচী ঘোষণা করেছে। রিজভী বলেন, এবার ধানের ভাল ফলন হলেও উৎপাদন মূল্য পাচ্ছে না কৃষক। এর প্রতিবাদে কৃষকরা রাস্তায় ধান ছিটিয়ে দিয়ে ও ধান ক্ষেতে আগুন দিয়ে তাদের ক্ষোভের বহির্প্রকাশ ঘটিয়েছে। কিন্তু ধানের নির্ধারিত দাম নিয়ে কৃষকদের মধ্যে চরম অসন্তোষ থাকলেও ধানের দাম বাড়ানোর সুযোগ আপাতত সরকারের হাতে নেই বলে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন। মন্ত্রীর কাছ থেকে এ রকম গণবিরোধী বক্তব্য ছাড়া আর কিছু আশা করা যায় না। রিজভী বলেন, কৃষকদের পথে বসিয়ে নিজেদের লোকদের টাকা লুটের সুযোগ করে দিতেই ধানের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত করা হচ্ছে। কৃষকের পেটে লাথি মারতে তৎপর বর্তমান সরকার। সরকার নির্ধারিত মূল্যে ধান না কিনে মধ্যস্থতাকারীদের কাছে কৃষকদের জিম্মি করে ফেলেছে। তিনি বলেন, সরকার নিজেদের লোকদের টাকা লুটের সুযোগ করে দিতেই ধানের ন্যায্য মূল্য থেকে কৃষকদের বঞ্চিত করেছেন। তাই প্রতিবিঘা জমিতে ধান চাষ করে কৃষকের ক্ষতি হয় কমপক্ষে ২ হাজার টাকা। রিজভী বলেন, জাতীয় মজুরি কমিশন বাস্তবায়ন ও বকেয়া বেতনসহ ৯ দফা দাবিতে দেশের রাষ্ট্রায়ত্ত বিভিন্ন পাটকলের শ্রমিকরা আন্দোলন করছে। সরকারকে উদ্দেশ্য করে রিজভী বলেন, পাটকল শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধসহ সকল দাবি অবিলম্বে মেনে নিন। সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেন, এশিয়ার সেরা ১০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম না থাকার জন্য সরকার দায়ী। দেশের শিক্ষা ব্যবস্থায় চেপে বসা দুর্বল, অযোগ্য ও অদক্ষ নেতৃত্বের কারণেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমন দুর্দশা। মঈন খান বলেন, সম্প্রতি লন্ডনভিত্তিক সাপ্তাহিক ম্যাগাজিন ‘টাইমস হায়ার এডুকেশন’ তাদের পরিচালিত জরিপের ভিত্তিতে এশিয়ার ৪১৭টি সেরা বিশ্ববিদ্যালয়ের একটি তালিকা প্রকাশ করেছে। যেখানে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত আমাদের সবার গর্ব ঢাকা বিশ্ববিদ্যালয় স্থান করে নিতে পারেনি। এই র‌্যাঙ্কিংয়ের জরিপ করার সময় বিশ্ববিদ্যালয়গুলোর পাঠদান, গবেষণা, জ্ঞান আদান-প্রদান এবং আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি এই চারটি বিষয়কে প্রাধান্য দেয়া হয়েছে।
×