ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

২৩ মে ফল ঘোষণা

লোকসভা নির্বাচন শেষ ॥ বিজেপির ক্ষমতায় থাকার আভাস

প্রকাশিত: ০৯:১৯, ২০ মে ২০১৯

 লোকসভা নির্বাচন শেষ ॥ বিজেপির ক্ষমতায় থাকার আভাস

জনকণ্ঠ ডেস্ক ॥ ভারতে সপ্তদশ লোকসভা নির্বাচনে ভোটগ্রহণ রবিবার শেষ হয়েছে। বিশ্বের বৃহত্তম গণতন্ত্র হিসেবে পরিচিত ভারতের এ নির্বাচন বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল নির্বাচনও ছিল। ভোটগ্রহণের শেষদিনে সহিংসতার খবর পাওয়া গেছে। ২৩ মে ভোটের ফল প্রকাশ করা হবে। খবর টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভি, বিবিসি ও ওয়েবসাইটের। রবিবার শেষ পর্বে সাত রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের ৫৯ আসনে ভোট হয়। এদিন উত্তর প্রদেশ ও পাঞ্জাবের ১৩টি করে আসনে, পশ্চিমবঙ্গের নয়টি, আটটি করে বিহার ও মধ্য প্রদেশের, হিমাচল প্রদেশের ৪টি, ঝাড়খন্ডের ৩টি এবং কেন্দ্রশাসিত চন্ডিগড়ের একটি আসনে ভোটগ্রহণ করা হয়। শেষ দিনের ভোটের উল্লেখযোগ্য আসন ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উত্তর প্রদেশের বারাণসি আসনের নির্বাচন। এছাড়া বিহারের পটনা সাহিবে শত্রুঘ্ন সিনহা, সাসারামে মীরা কুমার, হিমাচল প্রদেশের হামিরপুরে অনুরাগ ঠাকুর, পাঞ্জাবের গুরুদাসপুরে সানি দেওল, চন্ডিগড়ে কিরণ খের, ঝাড়খ-ের ধুমকায় শিবু সরেন, পশ্চিমবঙ্গের বসিরহাট আসনে চলচ্চিত্র তারকা নুসরাত জাহান, যাদবপুর আসনে মিমি চক্রবর্তী, বারাসাতে কাকলি ঘোষ দস্তিনার ডায়মন্ড হারবারে অভিষেক ব্যানার্জীর আসনগুলো ছিল সবার মনোযোগের কেন্দ্রবিন্দুতে। নির্বাচনী প্রচারের শেষ দিকে পশ্চিমবঙ্গের কলকাতায় ব্যাপক গোলোযোগের কারণে নির্বাচন কমিশন এখানের ভোট কেন্দ্রগুলোতে অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে। তা সত্ত্বেও এদিন সেখান থেকে সহিংসতার খবর পাওয়া যায়। শনিবার রাতে পশ্চিমবঙ্গের ভাটপাড়ায় বোমা বিস্ফোরণ ও অগ্নিসংযোগের পর রবিবার সকালেও কয়েকটি স্থানে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আটক করা হয়েছে রাজ্যের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের নেতা সুভাস বোসকে। তিনি বিধাননগর কর্পোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের কমিশনার। তাকে কলকাতা বিমানবন্দর থেকে আটক করা হয়। খবরে বলা হয়েছে, আলোচনার কথা বলে পুলিশ তাকে বিমানবন্দরে ডেকে নিয়ে পরে আটক করে। সুভাস দাবি করেছেন, ষড়যন্ত্রের অংশ হিসেবে বিজেপির ইন্ধনে তাকে আটক করা হয়েছে। এদিকে গৃহবন্দী রাখা হয়েছে বিধাননগর এলাকার বিজেপি নেতা অনুপম দত্তকে। সেখানকার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাকে শনিবার বিকেল ৫টা থেকে রবিবার ৬টা পর্যন্ত বাড়িতে থাকতে বলা হয়েছে। তবে কেন তাকে বাড়িতে থাকতে বলা হয়েছে তা জানায়নি পুলিশ। মমতার ভাইপো ও দলীয় প্রার্থী অভিষেক ব্যানার্জী বিজেপিকে সতর্ক করে দিয়ে বলেছেন, তাদের পরাজয় ঘটবেই। ভোট প্রদানের পর তৃণমূল প্রার্থী অভিষেক বলেন, মোদিকে ধ্যান ধ্যান করতে দাও। পশ্চিমবঙ্গে ৪২টি আসনে জয়ের বিষয়ে আমরা আশাবাদী। বিজেপি একটি সাম্প্রদায়িক দল। মানুষ তাদের উৎখাতের সিদ্ধান্ত নিয়েছে। ভোটগ্রহণের আগের দিন রাতে রাজ্যের ভাটপাড়ায় সহিংসতার পর রাইদিঘি এলাকার মথুরাপুরে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এজন্য গ্রামবাসী ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসকে দায়ী করেছে বলে ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে। এছাড়া কদমপুর নিউটাউন এলাকায় বিজেপি অফিস ভাঙচুরের ঘটনা ঘটে। এই ঘটনার জন্যও তৃণমূল কংগ্রেসকে দায়ী করে দলটি। সকালে কলকাতার রয়েড এর জয়েস গার্লস স্কুল কেন্দ্র গিয়ে ভোটারদের লম্বা লাইন দেখা গেছে। সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ভোটারররা ভোট দিচ্ছেন। শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ প্রক্রিয়ায় কোন দলের সমর্থক ও কর্মীদের ভোটকেন্দ্রের কাছাকাছি দেখা যায়নি। উত্তরপ্রদেশের চান্দৌলিতে বিজেপির বিরুদ্ধে টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ উঠেছে। ওই এলাকার জীবনপুর গ্রামের বাসিন্দাদের দাবি, গ্রামের তিনজন লোক জোর করে তাদের আঙ্গুলে ভোটের কালি লাগিয়ে দেয়ার পাশাপাশি তাদের প্রত্যেকের হাতে ৫শ’ টাকাও গুঁজে দিয়ে গেছে। জানা গেছে যারা এসব করেছে তারা বিজেপিরই লোক। স্থানীয় লোকজন বলেছে, ‘তারা আমাদের কাছে জানতে চাইল, আমরা তাদের পার্টির হয়ে ভোট দেব কিনা ওরা বলল, এখন তোমরা ভোট দিতে পারবে না। এ কথা কাউকে বলো না।’ ১১ এপ্রিল শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ৬ দফায় লোকসভার ৪৮৪ আসনে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। ২৩ মে সব ভোট গণনা করে ওইদিনই ফল প্রকাশের কথা রয়েছে। বিজেপিরই ক্ষমতায় থাকার আভাস ॥ নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন জোটের নিরঙ্কুশ বিজয়ের আভাস দিচ্ছে বুথ ফেরত জরিপগুলো। ভোটারের হিসাবে বিশ্বের সবচেয়ে বড় এই নির্বাচন হয়েছে সাত পর্বে, যা শেষ হলো রবিবার। ভোট গণনা হবে বৃহস্পতিবার, ওই দিনই স্পষ্ট হবে আগামী পাঁচ বছরের জন্য দিল্লীর সিংহাসন কার দখলে থাকছে। তবে তার আগেই রবিবার ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই বুথফেরত জরিপের ফলাফল প্রকাশ হতে শুরু করেছে, যাতে মোদির পাল্লায়ই ভারি দেখা যাচ্ছে। হিন্দুস্তান টাইমসে প্রকাশিত সাতটি জরিপের ফলেই মোদির দল বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক এ্যালায়েন্স-এনডিএ’র একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার আভাস দেয়া হয়েছে। রিপাবলিক টিভি-সি ভোটার এক্সিট পোলের হিসাবে, ভোট হওয়া লোকসভার ৫৪২ আসনের মধ্যে ২৮৭টি পাচ্ছে বিজেপি জোট, তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী কংগ্রেস জোট পাচ্ছে ১২৮ এবং অন্যরা ১২৭টি আসন পাচ্ছে। ভারতে সরকার গঠনের জন্য লোকসভার মোট ৫৪৫টি আসনের মধ্যে ২৭২টিতে জয় পেতে হয়। রিপাবলিক-জান কি বাত-এর বুথফেরত জরিপে বিজেপি জোটের ৩০৫টি আসন পাওয়ার আভাস দেয়া হয়েছে। আর কংগ্রেস জোট ১২৪ এবং অন্যরা ১১৩টি আসন পেতে পারে। নিউজ নেশনের জরিপে বিজেপি জোটের ২৮২ থেকে ২৯০, কংগ্রেস জোটের ১১৮ থেকে ১২৬ এবং অন্যদের ১৩০ থেকে ১৩৮টি আসন পাওয়ার আভাস দেয়া হয়েছে। আর টাইমস নাও-ভিএমআর-এর এক্সিট পোল অনুযায়ী, বিজেপি জোট ৩০৬টি, কংগ্রেস ১৩২টি এবং অন্যান্যরা ১০৪টি আসন পেতে পারে বলে বলা হয়েছে। সিএনএন-নিউজ১৮-ইপসোস-এর জরিপে বিজেপি জোটের ৩৩৬, কংগ্রেসের ৮২ ও অন্যদের ১২৪টি আসন পাওয়ার আভাস দেয়া হয়েছে। এপিবি-এসি নিয়েলসেন-এর বুথফেরত জরিপ বলছে, বিজেপি জোট ২৬৭, কংগ্রেস জোট ১২৭ এবং অন্যরা ১৪৮টি আসন পেতে পারে। ইন্ডিয়া টুড-এক্সিস-এর জরিপে বিজেপি জোটের ৩৩৯ থেকে ৩৬৫, কংগ্রেস জোটের ৭৭ থেকে ১০৮ এবং অন্যদের ৭৯ থেকে ১১১টি আসন পাওয়ার আভাস দেয়া হয়েছে। প্রতিটি পর্বের নির্বাচন চলাকালে ভোট দিয়ে আসা লোকজনের কাছ থেকে তথ্য নিয়ে এসব জরিপ করা হয়েছে। তবে ভারতের অতীত নির্বাচনগুলোতে সব সময় বুথ ফেরত জরিপের ফলাফল ভোটের ফলের সঙ্গে মেলেনি।
×