ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সীতাকুন্ডে দুই প্রতিবদ্ধি ভিক্ষুককে ঘর দিলেন ইউপি চেয়ারম্যান

প্রকাশিত: ০৯:২৪, ১৯ মে ২০১৯

সীতাকুন্ডে দুই প্রতিবদ্ধি ভিক্ষুককে ঘর দিলেন ইউপি চেয়ারম্যান

নিজস্ব সংবাদদাতা, সীতাকুন্ড, চট্টগ্রাম ॥ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঘোষনা অনুযায়ী আশ্রয়হীনকে আশ্রয় দাও,গৃহহীনকে গৃহ। এ কথার বাস্তব রুপ দেখিয়েছেন উপজেলার বাড়বকু- ইউপি চেয়ারম্যান সাদাকাত উল্ল্যাহ মিয়াজি। তিনি বলেন,‘মাননীয় প্রধানমন্ত্রী একটি ঘোষনা দেন,দেশে কোন আশ্রয়হীন ও গৃহহীন থাকবে না,সকলকে আশ্রয়ের ব্যবস্থা করা হবে। আমি একজন ইউপি চেয়ারম্যান হয়ে প্রধানমন্ত্রীর কথা বাস্তবায়নের লক্ষে দুই প্রতিবদ্ধী ভিক্ষুককে নিজ অর্থায়নে ঘর করে দিয়ে আশ্রয়ন ব্যবস্থা করতে পেরে আমি খুবই আনন্দিত। আমার ইউনিয়নে যতটুকু সম্ভব এ ধরনের ভিক্ষুক অথবা কোন অসহায় লোক যদি ঘর না থাকে তাহলে আমি ঘর করে দিব। সরকারি অর্থের দিকে না তাকিয়ে আমার মত সমাজের বৃত্তবানরা এসব অসহায় মানুষের পাশে দাড়ালে সমাজ আরো উন্নত হবে বলে আমি মনে করি।’ জানা যায়,সীতাকুন্ড- উপজেলার বাড়বকু- ইউনিয়নের ৬নং ওয়ার্ড মৃত ওবায়দুল হকের মো.নুরুল আলম(৬৭)জন্মগতভাবে প্রতিবদ্ধি। শারীরিক অসুস্থতায় কাজ-কর্ম করতে না পারায় সে ভিক্ষা করে সংসার জীবন চালাতেন। জীবন-সংসারে এই প্রতিবদ্ধির তেমন কোন কিছু না থাকলেও পৈত্রিক সূত্রে ৪ শতক জমি পেয়েছেন। কিন্ত জমি থাকলেও ঘর করার মত অবস্থা তার এই বয়সে হয়ে উঠেনি। শূস্ক মৌসুমে নিজ ভিটায় দিন-রাত্রি যাপন করলেও বর্ষা মৌসুমে পরের ঘরে রাত্রি যাপন করতে হয়। প্রতিবদ্ধি আলমকে গৃহহীন অবস্থায় দেখে স্থানীয় চেয়ারম্যান সাদাকাত উল্ল্যাহ ঘর করে দেওয়ার প্রতিশ্রুতি দেন। প্রতিশ্রুতি মোতাবেক চেয়ারম্যান টিন ও শক্ত কাঠের তৈরী একটি ঘর করে দেন প্রতিবদ্ধি আলমকে। ঘর পেয়ে স্বামী-স্ত্রী দুইজনই খুশি। একইভাবে ৫নং ওয়ার্ডের বাসিন্দা দৃষ্টি প্রতিবদ্ধি মো.ইব্রাহিম। দৃষ্টি প্রতিবদ্ধি হয়ে নি.সন্তান স্বামী-স্ত্রী থাকেন নিজ ভিটায় জরাজীর্ণ ঘরে। বৃষ্টি আসলে ঝর ঝর করে পানি পড়ে। রাতে না ঘুমিয়ে বৃষ্টির মধ্যে কোন রকম দিন-যাপন করেন। সংসার জীবনে নিজেই প্রতিবদ্ধি,তার উপর নি.সস্তান হওয়ায় জীবনের কোন পরিবর্তন করতে পারেন নি ইব্রাহিম। কোন রকম ভিক্ষা করে স্বামী-স্ত্রী‘র সংসার চালান। বিষয়টি স্থানীয় ইউপি সদস্যর মাধ্যামে চেয়ারম্যান জানতে পেরে ঘর করে দেওয়া উদ্দ্যোগ নেয় এবং বর্তমানে ইব্রাহিমের নতুন ঘরের কাজ প্রায় শেষ পর্যায়ে। সামনের বর্ষায় ইব্রাহিম দম্পতি আর রাতে না ঘুমিয়ে থাকতে হবে না। দুই ওয়ার্ডের মাঝের বাসিন্দা স্থানীয় বয়োজৈষ্ঠ্য সুলতান আহাম্মেদ বলেন,‘আমার জানামতে দীর্ঘদিন প্রতিবদ্ধি নুরুল আলম অন্যর ঘরে,বারান্দায় ঘুমিয়ে জীবন কাঠাতো,এখন ঘর পেয়ে তারা খুবই আনন্দিত। একইভাবে ইব্রাহিম দৃষ্টি প্রতিবদ্ধি হওয়ায় জায়গা থাকলেও ঘর করার সামর্থ্য ছিল না। দুইজনই নি.সন্তান হওয়ায় জীবনে কখনো ঘর করে জীবন–যাপন করার কোন উপায় ছিল না। শুনেছি আমাদের চেয়ারম্যান সাহেব তাদেরকে নিজ অর্থায়নে ঘর করে দিয়েছে। এটা অত্যন্ত ভাল কাজ। চেয়ারম্যান সাহেব আল্লাহর কাছে ভাল ফল পাবে।’ এ বিষয়ে জানতে চাইলে প্রতিবদ্ধি নুরুল আলমের স্ত্রী হারেছা খাতুন কান্না ও আবেগজনিত কণ্ঠে বলেন,নি.সন্তান এই জীবনে আমার কোন চাওয়া-পাওয়া ছিল না,ভিটা থাকলেও আমার স্বামীর পক্ষেও বসতঘর করা সম্ভব ছিল না। বাকি জীবন আমরা না খেয়ে থাকলেও শান্তিতে ঘুমাতে পারবো। চেয়ারম্যান আমাদের আশ্রয় দিয়েছে,আল্লাহ উনার ভাল করবে,আমি আল্লার কাছে দোয়া করছি।’
×