ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিস্ময় মাছ

প্রকাশিত: ০৯:২৫, ২০ মে ২০১৯

 বিস্ময় মাছ

সমুদ্রতটে আপনি বেড়াতে গেলে কী করবেন? বালি, পানির মধ্য দিয়ে হেঁটে বেড়াবেন বা বসে বসে উপভোগ করবেন জলরাশি, হাওয়া। এক নারী সমুদ্র তটে যা দেখলেন তাতে তার বেড়ানো, ছুটি কাটানোর আনন্দই কর্পূরের মতো উবে গেল। মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জিয়ার সিমন্সদ্বীপে পরিবারের সঙ্গে বেড়াতে গিয়েছিলেন মালেহ বুরোস। সেখানে তার অদ্ভুত অভিজ্ঞতার কথা শুনিয়েছেন তিনি। মালেহ জানিয়েছেন, তারা সমুদ্রের পাড় বরাবর হাঁটছিলেন। সেখানেই স্রোতের সঙ্গে একটি মরা মাছকে ভেসে আসতে দেখেন। প্রথমে আর পাঁচটা সাধারণ মাছের মতোই মনে হয়েছিল। কিন্তু ছেলেকে সামনে থেকে মাছটা দেখাবেন বলে যেই কাছে গিয়েছেন, চমকে ওঠেন। তার তিন বছরের সন্তানকে সঙ্গে নিয়ে মাছটির কাছাকাছি যেতেই দেখেন, তার চোয়ালে মানুষের মতো দাঁত। সাধারণত মাছের দাঁত বাইরে থেকে দেখা যায় না। সেখানে যে মাছটি পড়ে ছিল তার দাঁত তো বাইরে থেকে দেখা যাচ্ছিলই, সেই সঙ্গে সেগুলো দেখতে মাছের দাঁতের মতো মোটেই ছিল না বল দাবি করেছেন মালেহ। -আনন্দবাজার পত্রিকা
×