ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পটুয়াখালীতে চাচাতো ভাইয়ের হাতে শিশু খুনের অভিযোগ

প্রকাশিত: ০৯:৫৫, ১৯ মে ২০১৯

পটুয়াখালীতে চাচাতো ভাইয়ের হাতে শিশু খুনের অভিযোগ

নিজস্ব সংবাদদাতা, পটুয়াখালী ॥ পটুয়াখালীতে জমি সংক্রান্তু বিরোধে চাচাতো ভাইয়ের হাতে মোঃ আব্দুলাহ সিকদার নামে ৫ বছরের এক শিশু খুন হওয়া হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় নিহত‘র পিতা আলাউদ্দিন বাদী হয়ে ৬ জনকে আসামী করে সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। এঘটনার পর অভিযুক্তরা পলতাক রয়েছে। পুলিশ আব্দুল্লার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তর জন্য মর্গে প্রেরন করেছে। পটুয়াখালী সদর উপজেলার বোতল বুনিয়ার ণন্দিপাড়া গ্রামে এঘটনা ঘটে। নিহত শিশুর পরিবারের অভিযোগ, ১৮ মে দুপুর ২টার দিকে অন্য শিশুদের সঙ্গে বাড়ির পাশের মসজিদ ও পুকুর পাড়ে খেলা করছিল শিশু আব্দুল্লাহ। বেলা গড়িয়ে গেলে অন্য শিশরা বাড়ীতে ফিরলেও বাড়ী ফেরেনি আব্দুল্লাহ। পরে শেষ বিকালে মামলায় অভিযুক্ত আলতাব সিকদারের ছেলে মোতালেব গরুতে গোসল করাতে গেলে আব্দুল্লাহর মরদেহ বোতল বুনিয়া নদীতে ভাসতে দেখে স্থানীয়দের জানায়। পরে আব্দুল্লাহ পরিবার পটুয়াখালী সদর থানা পুলিশকে অবহিত করলে পুলিশের এসআই নীতিশ চন্দ্র কর্মকার শিশুর মরদেহ উদ্ধার করে সুরাতহাল সম্পন্ন করেন। ওই সুরাতহাল রির্পোটে উল্লেখ করা হয় শিশুটির শরীরে কোন স্থানে আঘাতে চিহ্ন নাই, শুধু নাক দিয়ে রক্ষ ক্ষরন হতে দেখা গেছে। আব্দুল্লাহর বাবা আলাউদ্দিন জানান, দীর্ঘদিন ধরে তার চাচাতো ভাইদের সাথে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। এ নিয়ে ১৭ মে প্রতিপক্ষ মোতালেব, আলতাব, মোনাসেদ, আবুল হোসেন, সোহেল এবং সুলতান সিকদারের সাথে বৈঠক বসে ছিল। কিন্তু মিমাংসা হয়নি। তার জের ধরে আসামীরা আমার শিশু ছেলেকে শ্বাষ রোধ করে হত্যা করে পানি ফেলে দিয়েছে অভিযুক্তরা। পটুয়াখালী অতিরিক্ত পুলিম সুপার সদর সার্কেল মোঃ জসিম উদ্দিন জানান, ঘটনা শোনার পরে আমি পুলিশ নিয়ে শিশুর মরদেহ উদ্ধার প্রয়োজনীয় ব্যবস্থা নেই। শিশু পরিবারের পক্ষ থেকে একটি অভিযোগ নেয়া হয়েছে। ময়না তদন্ত এবং পুলিশি তদন্তে বাকি ব্যবস্থা নেয়া হবে।
×