ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাঁশখালীতে পল্লী চিকিৎসক পরিবারে হামলা: বসতঘর ভাংচুর ও লুটপাট

প্রকাশিত: ০৯:৫৯, ১৯ মে ২০১৯

বাঁশখালীতে পল্লী চিকিৎসক পরিবারে হামলা: বসতঘর ভাংচুর ও লুটপাট

নিজস্ব সংবাদদাতা, বাঁশখালী ॥ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের পশ্চিম চাম্বল গ্রামের চৌধুরী পাড়া এলাকায় জায়গা জমি বিরোধের জের ধরে পল্লী চিকিৎসকের পরিবারের সদস্যদের উপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় ওই পল্লীচিকিৎসকের বসতঘরে হামলা, লুটপাট ও ভাংচুরের ঘটনাও ঘটিয়েছে প্রতিপক্ষরা। হামলায় পল্লী চিকিৎসক মৃদুল দাশ ও তার ছেলে মুমু দাশ এবং স্ত্রী বেবী দাশ গুরুতর আহত হয়েছে। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার রাত ১১টায় সংঘটিত হামলার ঘটনায় ওই পল্লীচিকিৎসকের পরিবার রবিবার (১৯ মে) বিকালে বাঁশখালী থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছিল। এদিকে পল্লী চিকিৎসক পরিবারে হামলার ঘটনায় স্থানীয় সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ ও প্রতিবাদের ঝড় উঠেছে। স্থানীয় সূত্রে যানাযায়, উপজেলার চাম্বল ইউপির পশ্চিম চাম্বল চৌধুরী পাড়া এলাকার মৃত রশিক চন্দ্র দাশের পুত্র ডা: মৃদুল দাশের সাথে একই এলাকার বিধান দাশের পুত্র বিশাল দাশের জায়গা জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সে বিরোধের জের ধরে বিজ্ঞ আদালতে মামলাও চলমান রয়েছে। মামলা তুলে নিতে বিগত কয়েক দিন যাবৎ পল্লীচিকিৎক মৃদুল দাশকে চাপ ও প্রাণ নাশের হুমকী প্রদান করে আসছিল প্রতিপক্ষরা। মামলা তুলে না নেয়ায় ক্ষিপ্ত হয়ে শনিবার রাত ১১টায় ওই চিকিৎসকের পরিবারের হামলা, লুটপাট, ও ভাংচুরের ঘটনা ঘটিয়েছে।
×