ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

অনলাইন কজ-লিস্ট ব্যবহারের অনুরোধ সুপ্রীমকোর্টের

প্রকাশিত: ১০:২৬, ২০ মে ২০১৯

 অনলাইন কজ-লিস্ট ব্যবহারের অনুরোধ সুপ্রীমকোর্টের

স্টাফ রিপোর্টার ॥ ওয়েবসাইটে প্রকাশিত অনলাইন কজ-লিস্ট ব্যবহারের জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করেছে সুপ্রীমকোর্ট কর্তৃপক্ষ। সুপ্রীমকোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. মোঃ জাকির হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত এক স্মারকে বলা হয়, ১৯ মে থেকে পিএস প্লেট সরবরাহ না হওয়া পর্যন্ত সরকারী প্রিন্টিং প্রেস সুপ্রীমকোর্টের হাইকোর্ট বিভাগের দৈনিক কার্যতালিকা (কজ-লিস্ট) মুদ্রণ করতে পারছে না। এ বিষয়ে সুপ্রীমকোর্ট কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করে সুপ্রীমকোর্টের ওয়েবসাইটে প্রকাশিত অনলাইন কজ-লিস্ট ব্যবহারের জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করেছেন। সুপ্রীমকোর্টের ওয়েবসাইটে প্রকাশিত ওই স্মারকে একই সঙ্গে দৈনিক কার্যতালিকা (কজ-লিস্ট) মুদ্রণের দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য মহাপরিচালক, মুদ্রণ ও প্রকাশনা অধিদফতর, তেজগাঁও, ঢাকাকে অনুরোধ করা হয়েছে। স্মারকে বলা হয়, সরকারী প্রিন্টিং প্রেস থেকে সুপ্রীমকোর্টের হাইকোর্ট বিভাগের দৈনন্দিন কার্যতালিকা (কজ-লিস্ট) মুদ্রণ হয়। এ কজ-লিস্ট এতদিন ১০০ ফর্মা হতো। বর্তমানে তা গড়ে ১৩০ ফর্মা হচ্ছে। এ ফর্মা সংখ্যা বৃদ্ধি পাওয়ায় পিএস প্লেটের সঙ্কট দেখা দিয়েছে। প্রয়োজনীয় পিএস প্লেট সরবরাহ নিশ্চিত করতে আরও ১৫ দিন সময় লাগবে। এ অবস্থায় হাইকোর্ট বিভাগের কজ-লিস্ট মুদ্রণ এ সময়ে সম্ভব হবে না বলে সরকারী প্রিন্টিং প্রেস এক পত্রে জানায়। তাই ১৯ মে থেকে পিএস প্লেট সরবরাহ না হওয়া পর্যন্ত সরকারী প্রিন্টিং প্রেস সুপ্রীমকোর্টের হাইকোর্ট বিভাগের দৈনিক কার্যতালিকা (কজ-লিস্ট) মুদ্রণ করতে পারছে না। এজন্য সুপ্রীমকোর্টের ওয়েবসাইটে প্রকাশিত অনলাইন কজ-লিস্ট তথা দৈনন্দিন কার্যতালিকা ব্যবহার তথা অনুসরণের জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করা হয়েছে।
×