ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

প্রধানমন্ত্রীর নেতৃত্বে জঙ্গীবাদ, মাদক ও দুর্নীতিমুক্ত সুন্দর বাংলাদেশ গড়ব ॥ নাসিম

প্রকাশিত: ১২:৩৬, ২০ মে ২০১৯

 প্রধানমন্ত্রীর নেতৃত্বে জঙ্গীবাদ, মাদক ও দুর্নীতিমুক্ত সুন্দর বাংলাদেশ গড়ব ॥ নাসিম

স্টাফ রিপোর্টার ॥ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা জঙ্গীবাদ মোকাবেলা করেছি। কৃষকের ধানের ন্যয্যমূল্যের সমাধানও হবে ইনশাল্লাহ। এখন মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে সংগ্রাম জোরদার করতে হবে। যে কোনভাবেই হোক, প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা সন্ত্রাস, জঙ্গীবাদ, মাদক ও দুর্নীতিমুক্ত একটি সুখী-সুন্দর বাংলাদেশ গড়ব। বর্তমান প্রধানমন্ত্রী লক্ষ্য নির্ধারণ করে কাজ করেন, এজন্য তিনি সফল হন। আর সেজন্য দেশের মানুষ তাকে বারবার প্রধানমন্ত্রী নির্বাচিত করেন, ভবিষ্যতেও করবেন ইনশাল্লাহ। রবিবার রাজধানীর ধানমন্ডিতে ১৪ দল শরিক জাতীয় পার্টি-জেপি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। ইফতার মাহফিলে সভাপতিত্বকারী জাতীয় পার্টি-জেপি চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেন, আল্লাহর রহমতে জেপি ২০-২২ বছর ধরে টিকে আছে, টিকে থাকবে ইনশাল্লাহ। অনেকেই বলে থাকেন-রাজনীতিতে দুটি ধারা; কিন্তু তৃতীয় ধারাও যে টিকে আছে-জেপি সেটির প্রমাণ। এই টিকে থাকার কারণ জেপি সর্বদা সত্য, ন্যায় ও গণতান্ত্রিক প্রক্রিয়ার পক্ষে এবং ষড়যন্ত্রের বিরুদ্ধে। ১৪ দল শরিক সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ও সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেন, পবিত্র এই মাহে রমজানের মাসে মানুষের মধ্যে মনুষ্যত্বরোধ জাগ্রত হোক, পশুত্ব বিদায় হোক। মানুষে-মানুষে সাম্য প্রতিষ্ঠা হোক, এই কামনা করি। অনুষ্ঠান পরিচালনাকারী ও জেপি’র কেন্দ্রীয় নির্বাহী সম্পাদক সাদেক সিদ্দিকী বলেন- দেশ থেকে দুর্নীতি, সন্ত্রাস ও জঙ্গীবাদ দূর হয়ে যাক-পবিত্র এই মাহে রমজানে এটাই আমাদের প্রত্যাশা। ইফতারের আগে দেশ-জাতির কল্যাণ কামনায় মোনাজাত পরিচালনা করেন শেখ শহীদুল ইসলাম।
×