ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাল্টিক সাগরে মহড়া চালালো রাশিয়া

প্রকাশিত: ২১:১৪, ২০ মে ২০১৯

বাল্টিক সাগরে মহড়া চালালো রাশিয়া

অনলাইন ডেস্ক ॥ মার্কিন নেতৃত্বধীন ন্যাটো সামরিক জোটের সঙ্গে উত্তেজনার মাঝেই বাল্টিক সাগরে সামরিক মহড়া চালিয়েছে রাশিয়া। কালিনিনগ্রাদে মোতায়েন বাল্টিক বহর এ মহড়ায় অংশ নেয়। এ অঞ্চল দিন দিন রাশিয়া ও ন্যাটো জোটের মধ্যে সামরিক প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্র হয়ে উঠছে। মহড়ায় বাল্টিক বহরের সেনারা একটি নিরাপত্তা অভিযান পরিচালনা করে এবং সেনা কর্মকর্তাদের সামনে মার্শাল আর্ট প্রদর্শন করে। বাল্টিক বহর প্রতিষ্ঠার ৩১৬ বছর পূর্তি উপলক্ষে সম্প্রতি এ সামরিক মহড়ার আয়োজন করা হয়। সাম্প্রতিক বছরগুলোতে আর্কটিকের বিরাট অঞ্চলের ওপর রাশিয়ার আধিপত্য দাবি করায় রুশ সামরিক বাহিনীর মধ্যে বাল্টিক বহরের গুরুত্ব বেড়ে গেছে। ১৭০৩ সালে রাশিয়ার পিটার দ্যা গ্রেট বহর সুইডেনের বিরুদ্ধে বিজয় অর্জন করেছিল। ওই বহরের সঙ্গে বাল্টিক বহরের সম্পর্ক রয়েছে। এ বহরে চলতি বছর একটি কারাকুর্ত-ক্লাস করভেট যুদ্ধজাহাজ যুক্ত করা হয়েছে যাতে কালিবার মিসাইল ও মাস্তা স্বয়ংক্রিয় কামান রয়েছে।#
×