ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পিচিচি ট্রফি জিতে জারার রেকর্ড ছুঁলেন মেসি

প্রকাশিত: ২২:১২, ২০ মে ২০১৯

পিচিচি ট্রফি জিতে জারার রেকর্ড ছুঁলেন মেসি

অনলাইন ডেস্ক ॥ স্প্যানিশ লা লিগায় এবার একক আধিপত্য দেখিয়েছেন লিওনেল মেসি। বার্সেলোনাকে টানা দ্বিতীয় লিগ শিরোপা জেতানের পথে লা লিগায় সর্বোচ্চ গোল করেছেন তিনি। এর মধ্য দিয়ে টানা তৃতীয়বারের মতো পিচিচি ট্রফি জিতে স্প্যানিশ কিংবদন্তি তেলমো জারার রেকর্ড ছুঁয়েছেন মেসি। শিরোপা আগেই নিশ্চিত করলেও লিগে মৌসুমের শেষ ম্যাচটি জয় দিয়ে রাঙাতে পারেনি বার্সেলোনা। রোববার এইবারের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে বার্সা। দলের হয়ে দুটি গোলই করেন মেসি। এ নিয়ে আসরে ৩৪ ম্যাচ খেলে মোট ৩৬ গোল করলেন আর্জেন্টাইন সুপারস্টার। সতীর্থদের দিয়েও ১৩টি গোল করিয়েছেন বার্সেলোনা অধিনায়ক। পিচিচি ট্রফি জয়ের দৌড়ে মেসির চেয়ে ১৫ গোল পিছিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন সতীর্থ লুইস সুয়ারেজ ও রিয়াল মাদ্রিদের করিম বেনজেমা। এর আগে বার্সেলোনার জার্সিতে ২০০৯-১০, ২০১১-১২, ২০১২-১৩ মৌসুমে প্রথম তিনবার পুরস্কারটি জিতেছিলেন মেসি। তার সঙ্গে টানা তিনবারসহ মোট পাঁচবার পিচিচি ট্রফি জিতেছিলেন রিয়াল মাদ্রিদের মেক্সিকান স্ট্রাইকার হুগো সানচেজ। এবার ষষ্ঠবারের মতো এ পুরস্কার জিতে জারাকে ছুয়েছেন তিনি। সর্বোচ্চ ৬বার এ পুরস্কার জিতে এতদিন এককভাবে চূড়ায় ছিলেন স্প্যানিশ তারকা জারা। ৬৬ বছর পর রেকর্ড ছুঁয়ে জারার পাশে বসলেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী মেসি।
×