ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সিরিয়ায় রাসায়নিক হামলার অভিযোগ প্রত্যাখ্যান করলেন পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ২৩:২২, ২০ মে ২০১৯

সিরিয়ায় রাসায়নিক হামলার অভিযোগ প্রত্যাখ্যান করলেন পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক ॥ সিরিয়ার পশ্চিমাঞ্চলীয় লাজাকিয়া প্রদেশে দেশটির সেনাবাহিনী রাসায়নিক গ্যাস প্রয়োগ করেছে বলে সন্ত্রাসীদের সঙ্গে সংশ্লিষ্ট গণমাধ্যম যে খবর দিয়েছে তা সরাসরি প্রত্যাখ্যান করেছেন সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল-মুয়াল্লিম। তিনি বলেছেন, রাসায়নিক অস্ত্র ব্যবহার আন্তর্জাতিক আইনে নিষিদ্ধ এবং দামেস্ক আন্তর্জাতিক আইন পুরোপুরি মেনে চলছে। মুয়াল্লেম বলেন, সন্ত্রাসীদের পক্ষ থেকে এ ধরনের মিথ্যা ও ভুয়া খবর পরিবেশন করে তাদের বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান বন্ধ করতে পারবে না। দেশে পরিপূর্ণ নিরাপত্তা ফিরে না আসা পর্যন্ত সেনাবাহিনীর সন্ত্রাসবিরোধী অভিযান চলবে বলেও প্রত্যয় জানান পররাষ্ট্রমন্ত্রী মুয়াল্লিম। সম্প্রতি সন্ত্রাসীরা অভিযোগ করেছে, দেশটির ‘লাজাকিয়া’ প্রদেশে রাসায়নিক হামলা চালিয়েছে সিরিয়ার সেনাবাহিনী। এ ধরনের ভুয়া অভিযোগকে ব্যবহার করে আমেরিকা ও তার মিত্র দেশগুলো একাধিকবার সিরিয়ায় হামলা চালিয়েছে। ২০১৮ সালের ১৪ এপ্রিল ভোররাতে আমেরিকা, ফ্রান্স ও ব্রিটেন সিরিয়ার বিভিন্ন এলাকায় অন্তত ১০০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। সিরিয়ার পূর্ব গৌতা অঞ্চলের দুমা এলাকায় সিরিয়ার সেনাবাহিনী রাসায়নিক হামলা চালিয়েছে বলে অভিযোগ তুলে ওই হামলা চালানো হয়। সন্ত্রাসীরা প্রথমে ওই অভিযোগ উত্থাপন করেছিল। অধিকাংশ পর্যবেক্ষক মনে করছেন, উগ্র জঙ্গি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে সিরিয়ার সেনাবাহিনী সাম্প্রতিক সময়ে যে বিশাল বিজয় লাভ করেছে সেটাকে উল্টো করে তুলে ধরা এবং বিশ্বজনমতকে ভিন্নখাতে প্রবাহিত করার অশুভ লক্ষ্যে সিরিয়ার সেনাবাহিনীর বিরুদ্ধে রাসায়নিক হামলা চালানোর অভিযোগ আনা হচ্ছে।
×