ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কুমিল্লায় বিজিবি’র সঙ্গে বন্দুকযুদ্ধে ‘মাদক ব্যবসায়ী’ নিহত

প্রকাশিত: ০০:৩৭, ২০ মে ২০১৯

কুমিল্লায় বিজিবি’র সঙ্গে বন্দুকযুদ্ধে ‘মাদক ব্যবসায়ী’ নিহত

অনলাইন রিপোর্টার ॥ কুমিল্লার গোলাবাড়ি সীমান্তে বিজিবি’র সঙ্গে বন্দুকযুদ্ধে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। তার নাম মো. সেলিম (৪৫)। রবিবার রাতে জেলার সদর উপজেলার গোলাবাড়ি এ ঘটনাটি ঘটে। কুমিল্লা ব্যাটালিয়ন ১০ বিজিবি’র ল্যান্স নায়েক মহসীন মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে বিজিবি’র একটি টহলদল কুমিল্লার সদর উপজেলার শাহাপুর মাদ্রাসার দক্ষিণ পাশের বাগান নামক স্থানে মাদক চোরাকারবারিদের ধরতে অবস্থান নেয়। আনুমানিক রাত ১টার দিকে মাদক চোরাকারবারিরা বিজিবি’র উপস্থিতি টের পেয়ে গুলি চালাতে শুরু করে। বিজিবিও পাল্টা গুলি ছুড়লে ঘটনাস্থল থেকে মাদক চোরাকারবারিরা পালিয়ে যায়। পরে সেখানে তল্লাশি চালিয়ে গুলিবিদ্ধ অবস্থায় সেলিমকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে ২০২০ পিস ইয়াবা জব্দ করেছে বিজিবি।
×