ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কাজের গতি বাড়াতে মন্ত্রিসভার পুনর্বিন্যাস করা হয়েছে ॥ কাদের

প্রকাশিত: ০১:২০, ২০ মে ২০১৯

কাজের গতি বাড়াতে মন্ত্রিসভার পুনর্বিন্যাস করা হয়েছে ॥ কাদের

অনলাইন রিপোর্টার ॥ কাজের গতি বাড়াতে মন্ত্রিসভার পুনর্বিন্যাস করা হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ সোমবার নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে সেতুমন্ত্রী এ কথা জানান। দীর্ঘদিন অসুস্থ থাকার পর চিকিৎসা শেষে গত রবিবার তিনি মন্ত্রণালয়ের কাজে যোগ দেন। ওবায়দুল কাদের বলেন, মন্ত্রণালয়ের কাজ থেমে থাকেনি। প্রধানমন্ত্রীর নির্দেশে কাজ এগিয়ে গেছে। কাজের গতি বাড়াতে প্রধানমন্ত্রী মন্ত্রিসভার পুনর্বিন্যাস করেছেন। এটি প্রধানমন্ত্রীর এখতিয়ার। বিএনপির এমপিদের সংসদে যোগ দেওয়া প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপির এমপিরা জনগণের ভোটে জয়ী হয়েছে। তাদের সংসদে যোগ দেয়া আমি মনে করে শুভবুদ্ধির উদয়। দলের স্বার্থে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলেরও সংসদে যাওয়া উচিত ছিল। বিরোধী দল শক্ত অবস্থানে থেকে সরকারের সমালোচনা করলে সরকারের কাজ করতে সুবিধা হয়।
×