ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ভিজিডির চাল আত্মসাত ॥ ইউপি চেয়ারম্যানসহ এক মেম্বার বরখাস্ত

প্রকাশিত: ০৫:১০, ২০ মে ২০১৯

ভিজিডির চাল আত্মসাত ॥ ইউপি চেয়ারম্যানসহ এক মেম্বার বরখাস্ত

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ ভিজিডি কার্ডধারীদের জন্য বরাদ্দ সরকারী চাল আত্মসাতের ঘটনায় বরিশাল সদর উপজেলার চাঁনপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমান উল্লাহ আমান ও ইউপি সদস্য (মেম্বার) জাহাঙ্গীর হোসেন খানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার সকালে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চেয়ারম্যান আমান উল্লাহ ও ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন ২০১৫-১৬ অর্থবছরে চাঁদপুরা ইউনিয়নের ২৫১জন ভিজিডি কার্ডধারীকে চাল দিয়েছেন। তবে কার্ডধারীদের ৯০ কেজি চালের পরিবর্তে ৭০ কেজি করে দেয়া হয়। প্রত্যেক কার্ডধারীকে ২০ কেজি করে চাল কম দিয়ে পাঁচ দশমিক ২০ মেট্রিক টন চাল আত্মসাত করেছেন চেয়ারম্যান ও ইউপি সদস্য। যার বাজার মূল্য এক লাখ ৮২ হাজার ৪২৭ টাকা। এ ঘটনায় চেয়ারম্যান আমান উল্লাহ ও ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলার প্রেক্ষিতে তাদের দুইজনকে সাময়িক বরখাস্ত করে গত ১৬ মে প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার মন্ত্রাণালয়।
×