ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিজিএমইএ এবং এ্যাকর্ড এখন থেকে যৌথভাবে কারখানার পরিদর্শন করবে

প্রকাশিত: ০৮:৩৩, ২১ মে ২০১৯

 বিজিএমইএ এবং এ্যাকর্ড এখন থেকে যৌথভাবে কারখানার পরিদর্শন করবে

অর্থনৈতিক রিপোর্টার ॥ তৈরি পোশাকশিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ এবং ইউরোপীয় ক্রেতাদের জোট এ্যাকর্ড এখন থেকে যৌথভাবে কারখানার নিরাপত্তার বিষয়ে পরিদর্শন করবে। ১৯ মে আপীল বিভাগ এ আদেশ দেন। এর মাধ্যমে ইউরোপের ২০ দেশের ২০০ ক্রেতার জোট এ্যাকর্ড বাংলাদেশে আরও ২৮১ দিন তাদের কার্যক্রম চালানোর সময় পেল। ২০১৩ সালে এপ্রিলে ভয়াবহ রানা প্লাজা ধসের পর বাংলাদেশের পোশাক শিল্পের কর্মপরিবেশ এবং শ্রমিকের নিরাপত্তা নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয় আন্তর্জাতিক বাজারের ক্রেতাদের মাঝে। এর পরিপ্রেক্ষিতে ভবন ও কর্মপরিবেশের নিরাপত্তা তদারকিতে উত্তর আমেরিকার ক্রেতাজোট এ্যালায়েন্সে ও ইউরোপের ক্রেতাদের সংস্থা এ্যাকর্ড বাংলাদেশে কাজ শুরু করে। ২০২১ সালের ৩ মে পর্যন্ত এ্যাকর্ড ১৭শ’ কারখানা সংস্কারে কাজ করার কথা থাকলেও গেল বছর চুক্তি ভঙ্গের দায়ে চট্টগ্রামের একটি কারখানা হাইকোর্টে সংস্থাটির বিরুদ্ধে মামলা করে। আদালত এ্যাকর্ডকে ৬ মাসের সময় দিয়ে গেল নবেম্বরে দেশ ছাড়ার নির্দেশ দিলে তারা সুপ্রীম কোর্টে আপীল করে।
×