ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আবারও নিম্নমুখী বিভিন্ন দেশের পুঁজিবাজার

প্রকাশিত: ০৮:৩৫, ২১ মে ২০১৯

 আবারও নিম্নমুখী বিভিন্ন দেশের পুঁজিবাজার

অর্থনৈতিক রিপোর্টার ॥ আবারও নিম্নমুখী বিভিন্ন দেশের পুঁজিবাজার। একে বাজার বিশ্লেষকরা মনে করছেন, সৌদি আরবের তেল ট্যাংকার ও পাম্প স্টেশনে হামলার প্রভাব। সপ্তাহের ব্যবধানে জাপানের নিক্কি ২২৫ ইনডেক্স কমেছে ৩ শতাংশের বেশি। একই সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রের ডো জোনস ইন্ডাস্ট্রিয়াল এভারেজ, এসএ্যান্ডপি ৫০০ ও নাসডাক কম্পোজিট ইনডেক্স কমেছে প্রায় ২ শতাংশ হারে। অন্যদিকে ১ কার্যদিবসের ব্যবধানে চীনের সাংহাই স্টক এক্সচেঞ্জ কম্পোজিট ইনডেক্স ও হংকংয়ের হেং সেং সূচক কমেছে প্রায় ১ শতাংশ হারে। তবে ভিন্ন ধারা দেখা যাচ্ছে অস্ট্রেলিয়া, তাইওয়ানসহ কয়েকটি দেশের পুঁজিবাজারে। সপ্তাহের ব্যবধানে অস্ট্রেলিয়ার সার্বিক সূচক বেড়েছে প্রায় দেড় শতাংশ। আর তাইওয়ানের টিএসইসি ৫০ ইনডেক্স বেড়েছে ২ শতাংশের বেশি।
×