ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বৈশ্বিক তেলের চাহিদা পূরণে সহযোগিতা জোরদার

প্রকাশিত: ০৮:৩৬, ২১ মে ২০১৯

বৈশ্বিক তেলের চাহিদা পূরণে সহযোগিতা জোরদার

আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি সত্ত্বেও উপসাগরীয় দেশগুলো বৈশ্বিক বাজারে তেলের চাহিদা পূরণে সহযোগিতা জোরদার করেছে বলে জানিয়েছেন কুয়েতের উপ-পররাষ্ট্রমন্ত্রী খালিদ আল-জারাল্লাহ। রবিবার রাতে ইরাকী দূতাবাস আয়োজিত রামাদান আলোচনার সাইডলাইন বৈঠকে তিনি সাংবাদিকদের বলেন, ‘কুয়েত ও উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) দেশগুলো পদক্ষেপ নেয়ায় উত্তেজনা সত্ত্বেও সরবরাহ স্বাভাবিক রয়েছে।’ তিনি বলেন, ‘বৈশ্বিক বাজারে অব্যাহত জ্বালানি সরবরাহ ও তেলের ট্যাঙ্কারের নিশ্চয়তা বিধানে কুয়েত ও উপসাগরীয় দেশগুলোর মধ্যে সহযোগিতা ও সমন্বয় রয়েছে।’ ব্যাপক স্পর্শকাতর উপসাগরীয় জলসীমায় তেলবাহী জাহাজে অন্তর্ঘাতমূলক হামলা এবং সৌদি তেল সরবরাহ লাইনে বোমা হামলার কয়েকদিন পর জারাল্লাহর এ বক্তব্য এলো। অন্তর্ঘাতমূলক এসব হামলার দায় স্বীকার করেছে ইরানের সমর্থনপুষ্ট ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠীর সদস্যরা। হরমুজ প্রণালীর বিকল্প রুটকে লক্ষ্য করে এ হামলা দুটি চালানো হয়। বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরের সদর দফতর জানায়, ছয় জাতির উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি) আন্তর্জাতিক জলসীমায় শনিবার থেকে নিরাপত্তা টহল জোরদার করেছে। মার্কিন নৌবাহিনীর ব্যাপক সহযোগিতায় নিরাপত্তা বৃদ্ধি পেয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যদি বেঁধে যায়, তবে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেবে বলে বার বার হুমকি দিয়ে আসছে। এর ফলে এ মাসের শুরুতে মার্কিন যুক্তরাষ্ট্র এ মাসের শুরুতে উপসাগরে বিমানবাহী রণতরী ও স্ট্রাইক গ্রুপ পাঠানোর ঘোষণা দেয়। কুয়েতের উপ-পররাষ্ট্রমন্ত্রী বলেন, উত্তেজনা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। কিন্তু তিনি আশাবাদী বলে জানান। তিনি আরও বলেন, মিত্র মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সর্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে যাচ্ছে কুয়েত। শনিবার ওপেকের অন্যতম শীর্ষ দেশ সৌদি আরব জিসিসি ও আরব লীগের জরুরী বৈঠক ডেকেছেন। এ অঞ্চলে সাম্প্রতিক আগ্রাসন ও এর প্রভাব নিয়ে আলোচনার জন্য বৈঠক আহ্বান করে সৌদি আরব। আগামী ৩০ মে মক্কায় এ বৈঠক দুটি অনুষ্ঠিত হবে। সৌদি আরবের আমন্ত্রণকে স্বাগত জানিয়েছেন কুয়েতী উপ-পররাষ্ট্রমন্ত্রী খালিদ আল-জারাল্লাহ। তিনি বলেন, এ অঞ্চলের বিপজ্জনক বিষয় নিয়ে আলোচনায় অংশ নিতে আগ্রহী কুয়েত।-এএফপি
×