ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

উল্কাপাতে পাথর

প্রকাশিত: ০৮:৩৭, ২১ মে ২০১৯

 উল্কাপাতে পাথর

মিসরের পশ্চিমাঞ্চলীয় মরুভূমির সব জায়গায় পাওয়া যায় ‘লিবিয়ান ডেজার্ট গ্লাস’ বা ‘গ্রেড স্যান্ড সি গ্লাস’। প্রাচীন মিসরীয়দের খুব পছন্দের এই পাথর। তারা গয়না বানিয়ে পরতেন। এসব পাথর কোত্থেকে আসে তার সমাধান খুঁজতে গিয়ে সমাধান হলো কয়েক শ’ বছরের রহস্য। জানা গেল, ওই পাথর আসলে উল্কাপাতের ফলে সৃষ্টি। পৃথিবীর খুব কাছের কোন গ্রহাণুতে বিস্ফোরণের জেরে বায়ুমণ্ডলে ব্যাপক শক্তি ঘনীভূত হয়। যেজন্য বাতাসে বিস্ফোরণ ঘটে। যাকে বলে ‘এয়ারব্লাস্ট’। তাতেই ওই পাথরের সৃষ্টি -নিউজ ১৮
×