ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ফক্স নিউজের তীব্র সমালোচনা করলেন ট্রাম্প

প্রকাশিত: ০৮:৩৭, ২১ মে ২০১৯

 ফক্স নিউজের তীব্র  সমালোচনা  করলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রবিবার ফক্স নিউজের তীব্র সমালোচনা করেছেন আবারও। সাম্প্রতিক এ সমালোচনায় ইঙ্গিত পাওয়া যায় যে, তার প্রিয় ও অত্যন্ত আস্থাশীল এ সংবাদ মাধ্যমটির সঙ্গে তিনি এক টানটান অবস্থানে রয়েছেন। খবর এএফপির। ট্রাম্প রবিবার বিকেলে এক আকস্মিক টুইটে ইন্ডিয়ানার সাউথ বেন্ডের মেয়র ডেমোক্র্যাটিক দলের প্রত্যাশিত প্রেসিডেন্ট পদপ্রার্থী ৩৭ বছর বয়স্ক পেটি বুটিগিগের সাক্ষাতকার গ্রহণের জন্য এ রক্ষণশীল সংবাদ নেটওয়ার্কটির তীব্র সমালোচনা করেন। ফক্স নিউজের সাক্ষাতকার গ্রহণকারীর প্রতি ইঙ্গিত করে ট্রাম্প লিখেছেন, এটা বিশ্বাস করা কঠিন যে, ফক্স মেয়র পেটির জন্য সময় অপচয় করছে। তিনি লেখেন, ডেমোক্র্যাটদের সংবাদ প্রকাশের জন্য ফক্স অত্যন্ত ভুল পক্ষ গ্রহণে উদ্যোগ নিচ্ছে। ট্রাম্প আরও লেখেন, ক্রিস ওয়ালেস এ রকমটাই বলেন। ট্রাম্প বুটিগিগকে তিরস্কার করেন। তিনি বাজে বিরল দন্ত, বাইরের দিকে প্রসারিত কানের মার্কিন হাস্যকৌতুক সাময়িকী ম্যাড যেমনটা বলেছে, আলফ্রেড ই. নিউম্যানের মতোই উল্লেখ করে তিরস্কার করেন বুটিগিগকে। তিনি বলেন, আলফ্রেড ই. নিউম্যান কখনও প্রেসিডেন্ট হতে পারবেন না। ফক্সের বিরুদ্ধে ট্রাম্পের রবিবারের মন্তব্য অত্যন্ত তেজস্বী। ট্রাম্পের কাছে যুক্তরাষ্ট্রের নিউজ নেটওয়ার্কের মধ্যে ফক্স নিউজ এখনও অধিকতর পছন্দের।
×