ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

তারেকের ‘টেডি মোস্তফা’

প্রকাশিত: ০৮:৪৮, ২১ মে ২০১৯

 তারেকের ‘টেডি মোস্তফা’

স্টাফ রিপোর্টার ॥ পুরান ঢাকার ব্যবসায়ী পরিবারের সুখ-দুঃখ ও আনন্দ-বেদনার গল্প নিয়ে তারেক রহমান নির্মাণ করেছেন ব্যতিক্রমী গল্পের নাটক ‘টেডি মোস্তফা’।তারেক রহমানের চিত্রনাট্য ও পরিচালনায় নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, মনিরা মিঠু, সোহেল খান, শাওন, শেহতাজ প্রমুখ। নাটকটি ঈদ-উল-ফিতরে স্যাটেলাইট চ্যানেল আরটিভিতে প্রচার হবে বলে জানিয়েছেন নির্মাতা। ‘টেডি মোস্তফা’ নাটকের কাহিনীতে দেখা যায় পুরান ঢাকার ব্যবসায়ী বাবার একমাত্র ছেলে মোস্তফা। চারবার ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েও ফেল করার পর বাবা তাকে নিজেদের আড়তে বসতে বলে। কিন্তু বাবার কথা না শুনে অবাধ্য মোস্তফা মহল্লার বখাটেদের সথে মিশে নানা ধরনের অপকর্ম করে বেড়ায়। এ জন্য প্রতিদিনই কোন না কোন বিচার আসে ছেলে মোস্তফার বিরুদ্ধে। মহল্লাবাসীর নালিশে অতিষ্ঠ হয়ে পড়ে বাবা। বখাটে ছেলে কর্তৃক মানসম্মান হারানোর পর নানা ধরনের দুশ্চিন্তায় তিলে তিলে মারা যায় মোস্তফার বাবা। বাবার মৃত্যুর পর জীবনের মানে বুঝতে শুরু করে টেডি মোস্তফা। পুরো সংসারের দায়িত্ব এসে পড়ে তার কাঁধে। বাবার মৃত্যু মোস্তফার মাঝে বিশাল পরিবর্তন এনে দেয়। জীবদ্দশায় বাবার কথা না শুনলেও মৃত্যুর পর প্রতি মুহূর্তেই বাবার অনুপস্থিতি ও জীবনের উপলব্ধি কুরে কুরে খায় মোস্তফাকে। এভাবে বিন্যাস্ত হয়েছে ঈদের নাটক ‘টেডি মোস্তফা’র কাহিনী।
×