ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ফাজিলপুরে টোলট্যাক্স আদায়ের নামে নৌপথে চাঁদাবাজি

প্রকাশিত: ০৯:০১, ২০ মে ২০১৯

ফাজিলপুরে টোলট্যাক্স আদায়ের নামে নৌপথে চাঁদাবাজি

নিজস্ব সংবাদদাতা, সুনামগঞ্জ ॥ তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের যাদুকাটা নদীর ফাজিলপুরে চলছে টোলট্যাক্স আদায়ের নামে চাঁদাবাজি। সরকারের নির্ধারিত রয়েলিটি (টোল) না মেনে ইজারাদারগন নিজেদের মনগড়াভাবে টোল আদায় করছেন। আনোয়ারপুর ব্রীজের উজান দিকে ছোট বড় ভলগেট(নৌকা) থেকে সরকারের নির্ধারিত হারে রয়েলিটি (টোল) আদায়ের কথা থাকলে ও ইজারাদারগন টোল আদায়ের নামে চালাচ্ছেন ব্যাপক চাদাঁবাজি এমন অভিযোগ নৌকার মাঝিদের। জানা যায়, ফাজিলপুরের এই এলাকায় প্রতিদিন গড়ে ছোটবড় ৬ থেকে ২০ হাজার ফুটের অধিক বহনকারী ২ শতাধিক নৌকা বালু ও পাথর বোঝাই করে এ নদী দিয়ে দেশের বিভিন্ন প্রান্তে যাতায়াত করে থাকে। চৈত্র মাসের শেষের দিকে প্রশাসন থেকে ৪৮ লাখ টাকায় এই ফাজিলপুর ঘাট এক বছরের জন্য ইজারা নেন ফাজিলুপুর গ্রামের মুর্তুজ আলীর ছেলে মো. কাশেম মিয়া। স্থানীয় সূত্রে জানা যায় এই ঘাটে সরকারের নির্ধারিত টোল আদায়ে প্রতি ভলগেটে ৫০ থেকে ৮০ টাকার মধ্যে টোল আদায়ের নির্ধারণ করা হয়েছে। তবে ফাজিলপুর হতে আনোয়ারপুর পর্যন্ত এই এক কিলোমিটার এলাকাজুড়ে ইজারাদার মো. কাশেম মিয়া,তার সহোদর মো. ফয়সল আহমেদ, রহম মিয়া, সেলিম মিয়া ও দক্ষিণকূল গ্রামের নবার মিয়ার ছেলে সারোয়ার মিয়া ও তার সহোদর জাকারিন মিয়া প্রতিদিন সরকারের নির্ধারিত ফি না নিয়ে নিজেদের ইচ্ছেমতে টোল আদায় করছেন। এই ঢোল আদায়কারী চক্রটি দীর্ঘদিন ধরে সরকারের নির্দেশ অমান্য করে ফাজিলপুর এলাকায় প্রতিদিন বালু ও পাথর বোঝাই নৌকা ও ভলগেটগুলো আটকিয়ে সরকারের নির্ধারিত টোল আদায়ের চেয়ে প্রতি নৌকা হতে আড়াই থেকে তিন হাজার টাকা আদায় করে নিচ্ছেন বলে অভিযোগ স্থানীয়দের। প্রশাসনের কঠোর নজরদারী ও তদারকি না থাকার কারণে এই টোল আদায়ের নামে প্রতিদিন এই চক্রটি হতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। প্রায় সময় টোল আদায়ের নামে নৌকার মাঝিদের নৌকা কিংবা ভলগেট আটকিয়ে তাদের শারীরিকভাবে লাঞ্চিত করার ঘটনাও প্রতিনিয়ত ঘটছে। এ ব্যাপারে ভলগেট নৌকার মাঝি জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার ইউনিয়নের লম্বাবাক গ্রামের মৃত রমজান আলীর ছেলে মো. মন্নান মিয়া জানান, তার ৬ হাজার ফুটের ধারন ক্ষমতা সম্পন্ন বালু বোঝাই নৌকা কুমিল্লার দাউদকান্তি যাওয়ার সময় রয়েলিটি ঘাটে আসামাত্র ফাজিলপুরের ইজারাদার মো. কাশেম মিয়ার লোকজন তার ভলগেট আটকিয়ে ৩ হাজার টাকা টোল দাবী করেন। কিন্তু মাঝি ৮০ টাকার পরিবর্তে এত টাকা চাঁদা দাবী পূরণ করতে অপরাগতা করলে কাশেম মিয়ার নেতৃত্বে ১০/১২ জন মিলে তাকে ৩ হাজার টাকা দিতে চাপ প্রয়োগ করে। তা না হলে নৌকা আটক রেখে তাকে শারীরিকভাবে লাঞ্চিত করার হুমকি দেয়া হয়। তিনি প্রাণের ভয়ে এক হাজার টাকা চাঁদা দিয়ে মুক্তি নেন বলে তিনি জানান। এ ব্যাপারে ইজারাদারের ছোটভাই মো. ফয়সল আহমদ এর সাথে মোবাইল ফোনে কয়েকবার যোগাযোগ করা হলে তিনি বক্তব্য দেয়া সম্ভব হয়নি। উনি ফোন রিসিভ করেননি। এ ব্যাপারে তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আসিফ ইনতেয়াজের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান প্রতিটি ভলগেট নৌকা হতে আড়াই থেকে তিন টাকা টোল আদায়ের নির্দেশ দেয়া আছে। তবে যারা অতিরিক্ত টোল আদায় করছেন তাদের বিরুদ্ধে মোবাইল কোর্ট করে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে।
×