ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এসিআই নিয়ে ডিএসইর সিদ্ধান্ত বৃহস্পতিবার

প্রকাশিত: ০৯:০২, ২১ মে ২০১৯

 এসিআই নিয়ে ডিএসইর  সিদ্ধান্ত বৃহস্পতিবার

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এসিআই লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠানের লোকসান বহন সংক্রান্ত তদন্ত প্রতিবেদন কমিটির কাছে জমা হয়েছে। কমিটি আগামী বৃহস্পতিবার ডিএসইর পরিচালনা পর্ষদের সভায় প্রতিবেদন উপস্থাপন করবেন বলে জানা গেছে। সূত্র মতে, ডিএসইর বোর্ড থেকে প্রধান রেগুলেটরিকে দেয়া দায়িত্ব পরিপালন করে কমিটির কাছে প্রতিবেদন জমা দিয়েছে। এখন কমিটি আগামী বৃহস্পতিবার ডিএসইর পর্ষদের সভায় সেটি উপস্থাপন করবেন। পরে পর্ষদ সিদ্ধান্ত নিলে; সেটি বিএসইসিতে পাঠানো হবে। আগে একজন শেয়ারহোল্ডার এসিআই লিমিটেডের গত কয়েক বছরের আর্থিক বিবরণীর তথ্য নিয়ে সন্দেহ প্রকাশ করে ডিএসইতে চিঠি দেয়। এই অভিযোগের ভিত্তিতে গত ফেব্রুয়ারিতে ডিএসইর পরিচালনা পর্ষদ এই তদন্ত কমিটি গঠন করে। ডিএসইর পরিচালক ও সাবেক চেয়ারম্যান বিচারপতি ছিদ্দিকুর রহমান মিয়াকে প্রধান করে গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন ডিএসইর পরিচালক ও সাবেক সভাপতি মোঃ রকিবুর রহমান, পরিচালক মিনহাজ মান্নান ইমন, স্বতন্ত্র পরিচালক মনোয়ারা হাকিম আলী, প্রফেসর ড. মোঃ মাসুদুর রহমান এবং ডিএসইর প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) আবদুল মতিন পাটোয়ারী। পরে কমিটি তাদের প্রতিবেদন পর্ষদ উপস্থাপন করেন। পর্ষদ কোম্পানির দেয়া ব্যাখ্যাকে অযৌক্তিক মনে করে; বিষয়টি দেখার দায়িত্ব দেন সিআরওকে। সেটিই বৃহস্পতিবারে উত্থাপিত হবে। ৯ মাসে (জুলাই ’১৮ থেকে মার্চ ’১৯) কোম্পানির কোম্পানির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ৫ টাকা ৮১ পয়সা। গত অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ৮ টাকা ৬৪ পয়সা। আর ৩ মাসে প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ৬ টাকা ২৫ পয়সা। গত অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ৯৩ পয়সা।
×