ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গাজীপুরে পৃথক দুর্ঘটনায় দুই গাড়ী চালক নিহত

প্রকাশিত: ০৯:১৪, ২০ মে ২০১৯

গাজীপুরে পৃথক দুর্ঘটনায় দুই গাড়ী চালক নিহত

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরে পৃথক দুর্ঘটনায় সোমবার দুই গাড়ীচালক নিহত হয়েছে।নিহতরা হলো ট্রাক চালক জাবেদ মিয়া (২৫) নরসিংদী সদর থানার বামেরবাউল এলাকার আব্দুল কুদ্দুছ মিয়ার ছেলে। সে ট্রাক থেকে মাল নামানোর সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যায়। অপর নিহত সিএনজি চালক মোমিন মিয়া (৩৫) শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের ঠাকুরতলা গ্রামের ইসমাইল শেখের ছেলে। ড্রাম্প ট্রাক সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে সে মারা যায়। কোনাবাড়ী থানার পিএসআই মো. হেলাল উদ্দিন জানান, জাবেদ মিয়া পরিবারসহ কোনাবাড়ী পারিজাত এলাকায় বাসা ভাড়া থেকে নিজেই ট্রাক কিনে তা চালাত। সোমবার সকালে ট্রাক নিয়ে কোনাবাড়ী বিসিক এলাকায় ঝুট আনতে যায় সে। এক পর্যায়ে বিসিকের সড়কের পাশে ট্রাক থামিয়ে ট্রাকের উপর থেকে চট নামাতে যায় জাবেদ মিয়া। এসময় উপরে থাকা বিদ্যুতের তারের সঙ্গে স্পর্শ লেগে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই সে মারা যায়। খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে শ্রীপুর থানার উপ-পরিদর্শক মাহমুদুল হাসান জানান, মাওনা চৌরাস্তা থেকে যাত্রীবিহীন সিএনজি চালিত অটোরিক্সা নিয়ে সোমবার ভোররাতে মোমিন বরমীর উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে টেপিরবাড়ী বাজারের পাশে আরএইচ ফিলিং ষ্টেশনের সামনে অটোরিক্সাটি পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ড্রাম্প ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি অটোরিক্সার চালক মোমিন গুরুতর আহত হয়। প্রথমে তাকে চিকিৎসার জন্য মাওনা চৌরাস্তা আলহেরা হাসপাতাল ও পরে অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। ঘাতক ড্রাম্প ট্রাক ও চালককে শনাক্ত করা যায়নি।
×