ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

হজ ভিসার আবেদনের সঙ্গে বিমানের টিকেট জমা দিতে হবে

প্রকাশিত: ০৯:১৭, ২১ মে ২০১৯

 হজ ভিসার আবেদনের সঙ্গে বিমানের টিকেট জমা দিতে হবে

স্টাফ রিপোর্টার ॥ হজের ভিসায় ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। এ বছর থেকে হজের ভিসার আবেদনের সঙ্গে বিমানের টিকেট দাখিল করতে হবে। টিকেট ছাড়া ভিসা ইস্যু করা হবে না। আশকোনা হজ ক্যাম্পে পাসপোর্ট জমা দেয়ার আগেই ভিসার অন্যতম শর্ত হিসেবে টিকেট জুড়ে দেয়া হয়েছে। বিমান টিকেট ছাড়া হজ ভিসার জন্য কোন পাসপোর্ট জমা নেয়া হবে না। বিমান টিকেটের সংশ্লিষ্ট হজযাত্রী কোন্ দিন কোন্ ফ্লাইটে কটার সময় মক্কা কিংবা মদিনায় যাচ্ছেন তার উল্লেখ থাকতে হবে। এদিকে সোমবার থেকেই শুরু হয়েছে বিমানের টিকেট বিক্রি। সোমবার ধর্ম মন্ত্রণালয়ের সভাকক্ষে হজ কার্যক্রমের অগ্রগতি সম্পর্কিত এক জরুরী বৈঠকে এসব সিদ্ধান্ত হয়। জানা গেছে- এবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং সৌদি এরাবিয়ান এয়ারলাইন্স উভয়কেই হজ এজেন্সির কাছে টিকেট বিক্রি করতে হবে। নির্দিষ্ট কোন এজেন্সির কাছে টিকেট বিক্রি করা যাবে না। টিকেট ঠিকমতো বিক্রি হচ্ছে কিনা, কোন্ এয়ারলাইন্সে কোন্ দিন কোন্ সময় কত যাত্রী যাচ্ছেন তা মনিটরিং করার জন্য ধর্ম মন্ত্রণালয় কর্মকর্তাদের সমন্বয়ে তিনটি মনিটরিং টিম গঠন করা হয়েছে। জানা গেছে রবিবার পর্যন্ত ১১৭টি এজেন্সি মোট ১৯ হাজার ১২৩ হজযাত্রী বিমান টিকেটের জন্য পে-অর্ডার করেছেন। তারই ধারাবাহিকতায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হজযাত্রীদের জন্য টিকেট বিক্রি শুরু করেছে। আজ থেকে সৌদি এরাবিয়ান এয়ারলাইন্স টিকেট বিক্রি শুরু করবে। উল্লেখ্য, প্রতিবছরই বিমানের টিকেট বিক্রিতে অনিয়মের অভিযোগ ওঠে। নির্দিষ্ট কয়েকজনের সিন্ডিকেট এজেন্টের কাছে বিমানের টিকেট বিক্রির অনুমতি থাকায় পছন্দমতো দিনক্ষণে টিকেট পেতে বিড়ম্বনার শিকার হতে হয়। এ কারণে অনেক সময় ফ্লাইটও বাতিল হয়। এসব অভিযোগের প্রেক্ষিতে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ার পর থেকেই হজের টিকেট অনিয়মের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রাখেন এবং আশ্বস্ত করেন আসন্ন হজকে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার স্বার্থে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করবেন। গতকালের বৈঠকের সিদ্ধান্ত অনুসারে, আগে থেকেই হজযাত্রীরা বিমানের টিকেট সংগ্রহ করে ভিসার জন্য পাসপোর্ট জমা দিলে ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তারা কোন্ দিন কোন্ যাত্রী কোন্ ফ্লাইটে যাচ্ছেন সে ব্যাপারে আগাম তথ্য সংগ্রহ করে সুষ্ঠু ব্যবস্থাপনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। হজ কার্যক্রমের অগ্রগতি সম্পর্কিত ওই বৈঠকে ধর্ম মন্ত্রণালয় প্রতিনিধি ছাড়াও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সৌদি এরাবিয়ান এয়ারলাইন্সের দায়িত্বশীল কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এদিকে বিমান সোমবার থেকেই হজের টিকেট বিক্রি শুরু করেছে। আগামী ৪ জুলাই থেকে হজ ফ্লাইট শুরু করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সে হিসেবে সোমবার টিকেট বিক্রি শুরু করেছে বিমান। এবার এক লাখ ২৮ হাজার টাকা ভাড়া নির্ধারণ করেছে সরকার। জানা গেছে, ৩২ দিনে ১৫৭টি ডেডিকেটেড ও ৩২টি শিডিউল ফ্লাইট পরিচালনা করবে বিমান। হজ ফ্লাইট শেষ হবে আগামী ৫ আগস্ট। ফিরতি হজ ফ্লাইট ১৭ আগস্ট থেকে শুরু হয়ে শেষ হবে ১৪ সেপ্টেম্বর। এ বছর হজে যাবেন এক লাখ ২৭ হাজার ১৯৮ জন। এর মধ্যে ৬৩ হাজার ৫৯৯ যাত্রী পরিবহন করবে বিমান। এ বছরই প্রথম ঢাকা থেকে মদিনায় ১১টি হজ ফ্লাইট পরিচালনা করা হবে। এছাড়া, চট্টগ্রাম থেকে জেদ্দা ১০টি, সিলেট থেকে জেদ্দায় ৩টি, চট্টগ্রাম থেকে মদিনায় ৭টি হজ ফ্লাইট পরিচালনা করা হবে। বাকি ১২৬টি ফ্লাইট ঢাকা থেকে জেদ্দায় হজযাত্রীদের নিয়ে যাবে। এ বছর হজ ফ্লাইটে নিজস্ব বোয়িং ৭৭৭ ৩০০ উড়োজাহাজ ব্যবহার করবে বিমান। হজ ফ্লাইট চলাকালীন শিডিউল ঠিক রাখতে দুটি উড়োজাহাজ স্বল্পমেয়াদে লিজ নেবে বিমান। এ বছর হজযাত্রীদের ইমিগ্রেশন ঢাকায় করা হবে। ফলে সৌদি আরবে গিয়ে ইমিগ্রেশনের জন্য তাদেরকে আর লাইনে দাঁড়াতে হবে না। তবে এ কারণে ফ্লাইটের একদিন আগেই হজযাত্রীদের তথ্য সৌদি আরবে পাঠাতে হবে। সে সময়ের পর ফ্লাইটে নতুন করে যাত্রী নেয়া যাবে না। একই সঙ্গে নির্ধারিত শিডিউলের বাইরে অতিরিক্ত সম্রাট দেবে না সৌদি সরকার। বিগত হজ সম্রাটের জটিলতা, শিডিউল ঠিক না রাখার কারণে এক লাখ সৌদি রিয়াল জরিমানা দিয়েছিল বিমান। জটিলতা এড়াতে এ বছর কোন যাত্রী হজ ফ্লাইটের যাত্রা বাতিল করলে, সময় পরিবর্তন করলে জরিমানা আদায় করবে বিমান। এ প্রসঙ্গে মন্ত্রী মাহবুব আলী বলেন- সুষ্ঠুভাবে হজ ফ্লাইট পরিচালনা করতে বিমানের পক্ষ থেকে প্রস্তুতি নেয়া হয়েছে। হজ এজেন্সি ও হজযাত্রীরা যথাসময়ে ফ্লাইটের টিকেট সংগ্রহ করলে কোন ধরনের জটিলতা হবে না। কোন যাত্রী বিজনেস ক্লাসের আসনে বসতে চাইলে ওয়ানওয়েতে অতিরিক্ত ২০০ ডলার, রাউন্ড ট্রিপে ৩০০ ডলার খরচ করতে হবে। অন্যদিকে, কোন যাত্রী তার যাত্রা বাতিল করলে ৩৫০ ডলার জরিমানা দিতে হবে। এ ছাড়া অন্যান্য অনিয়মের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।
×