ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

উত্তরা থেকে অপহৃত তানজির ইসলাম উদ্ধার, গ্রেফতার ৫

প্রকাশিত: ০৯:১৮, ২১ মে ২০১৯

 উত্তরা থেকে অপহৃত তানজির ইসলাম উদ্ধার, গ্রেফতার ৫

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর উত্তরা ৬ নম্বর সেক্টরের একটি বাড়ি থেকে অপহৃত তানজির ইসলাম (৪৭) নামে এক ব্যক্তিকে উদ্ধার করেছে র‌্যাব। এ সময় অপহরণকারী চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছে তুহিন মাতাব্বর (৩৯), ফোরকান হোসেন মাতাব্বর (২২), আব্দুল মজিদ (৩৯), আলম খান (৩৮) ও দ্বীন ইসলাম বাবু (২৩)। র‌্যাব-১ জানায়, রবিবার সকালে বনানীর নিজ বাসার সামনে থেকে তানজির ইসলামকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায় অপহরণকারীরা। সে সময় অপহরণকারীদের সঙ্গে দুটি মাইক্রোবাস ছিল। মাইক্রোবাসে উঠানোর পর ভিকটিমকে মারধর করতে থাকে ও বিশ লাখ টাকা মুক্তিপণ দাবি করে তারা। চাঁদার টাকা না দিলে তাকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেয়া হয়। পরে অপহৃত তানজিরের স্ত্রী তাহ্সীনা মহসিনের র‌্যাব-১-এ অভিযোগ করেন। এই ভিত্তিতে র‌্যাব-১ গোয়েন্দা নজরদারি বাড়ায়। অপহরণকারী সংঘবদ্ধ চক্রকে চিহ্নিত করে। এর পরিপ্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে ওইদিন রাতেই উত্তরা ৬ নম্বর সেক্টরের একটি বাড়ির কার পার্কিংয়ে অভিযান চালিয়ে তানজির ইসলাম উদ্ধার করা হয়। এ সময় অপহরণকারীর চক্রের ওই ৫ সদস্যকে আটক করা হয়। এছাড়া তাদের কাছ থেকে সাতটি মোবাইল ফোন, নগদ ১১ হাজার ৭৫৫ টাকা ও একটি হাতঘড়ি জব্দ করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে।
×