ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার বন্ধে যৌথ কমিটির তদারকির নির্দেশ

প্রকাশিত: ০৯:২১, ২১ মে ২০১৯

 ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার বন্ধে যৌথ কমিটির তদারকির নির্দেশ

স্টাফ রিপোর্টার ॥ সারাদেশে আমের বাজার এবং আড়তে ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার বন্ধে আগামী ৭ দিনের মধ্যে যৌথ কমিটির তদারকির নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আগামী সাত দিনের মধ্যে পুলিশ প্রধান, বিএসটিআইর ব্যবস্থাপনা পরিচালক, র‌্যাবের মহাপরিচালক, বিএসটিআইর কেমিক্যাল টেস্টিং উইংয়ের পরিচালককে এ আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। এ আদেশ বাস্তবায়ন করে আগামী ১৮ জুন প্রতিবেদন দিতে বলেছে আদালত। সোমবার এক সম্পূরক আবেদনের প্রেক্ষিতে বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে রিটের পক্ষে ছিলেন আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল এ বি এম আব্দুল্লাহ আল বাশার। পরে এ্যাডভোকেট মনজিল মোরসেদ বলেন, ফলে ক্ষতিকর রাসায়নিক ব্যবহার বন্ধ ও ফল সংরক্ষণে এটি বন্ধে একটি রিট পিটিশন করেছিলাম, যেটা ২০১২ সালে রায় হয়েছে। এরপর থেকে মামলাটি চলমান আছে। এর মধ্যে কিছুদিন অগে আমরা আবেদন দাখিল করেছিলাম যে, এখন যেহেতু আমের মৌসুম তাই কেউ যেন ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করে আম পাকাতে না পারে। সে প্রেক্ষিতে আদালত দুইটা আদেশ দিয়েছিল। এর মধ্যে একটা নির্দেশ ছিল পুলিশ প্রধান, বিএসটিআইর ব্যবস্থাপনা পরিচালক, র‌্যাবের মহাপরিচালক, বিএসটিআইর কেমিক্যাল টেস্টিং উইংয়ের পরিচালককে। তারা ঢাকাসহ সারাদেশের ফলের বাজার ও আড়ত নজরদারিতে কমিটি গঠন করে তা পর্যবেক্ষণ করছে। যাতে রাসায়নিক ব্যবহার করে ফল রক্ষণাবেক্ষণ বা ফল পাকাতে না পারে। রিটকারী পক্ষের এ আইনজীবী বলেন, এ বিষয়ে ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দেয়ার জন্য তাদের নির্দেশ দিয়ে সোমবার মামলাটির তারিখ রেখেছিল আদালত। কিন্তু তারা কোন প্রতিবেদন না দেয়ায় বিষয়টি আদালতের দৃষ্টিতে এনে বলেছি, এটি যদি না করা হয় তাহলে দেখা যাবে রাজশাহীর আম বাগানে রাসায়নিক ব্যবহার করল না। কিন্তু ঢাকাসহ সারাদেশে ফলের বাজার-আড়তে এনে যদি রাসায়নিক ব্যবহার করে তাহলে তো এর সুফল পাওয়া যাবে না। সে প্রেক্ষিতে আদালতের কাছে আবেদন জানালাম আদেশটা যেন কার্যকর করা হয়। পরে আদালত এ আদেশ দেয়।
×