ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ফেনীর রাজাকার নুর মোহাম্মদ নীলফামারীতে গ্রেফতার

প্রকাশিত: ০৯:২১, ২১ মে ২০১৯

 ফেনীর রাজাকার  নুর মোহাম্মদ নীলফামারীতে  গ্রেফতার

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি মামলায় নীলফামারীতে গ্রেফতার হয়েছে রাজাকার নুর মোহাম্মদ ওরফে নুর আহমদ (৭৩)। সোমবার দুপুরে নীলফামারী বড়বাজার এলাকা হতে জেলার ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে। রাজাকার নুর ফেনী জেলা সদরের উত্তর গোবিন্দপুর মহল্লার মৃত সেকান্দার সুফী ওরফে সুফী শেখ আন্দর আহমদের ছেলে। নীলফামারী পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার সকালে আমরা ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালস হতে রাজাকার নুর মোহাম্মদ ওরফে নুর আহমদের বিরুদ্ধে গ্রেফতার তামিলের নির্দেশ পাই। নির্দেশ মাফিক জেলার ডিবি পুলিশের অভিযানে দুপুরেই তাকে বড়বাজার হতে গ্রেফতার করা করে ঢাকায় প্রেরণের ব্যবস্থা করা হয়। নীলফামারী ডিবি পুলিশের ওসি আফজালুর হক জানান, নির্দেশ মোতাবেক অভিযান চালিয়ে রাজাকার নুর মোহাম্মদ ওরফে নুর আহমদকে গ্রেফতার করি। আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি নুর ফেনী হতে ১৯৭৪ নীলফামারী চলে আসে। নীলফামারী শহরের সওদাগর পাড়ায় এসে বসবাস শুরু করে।
×