ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রুমিন ফারহানা বিএনপির মহিলা এমপি হচ্ছেন

প্রকাশিত: ০৯:৪৩, ২১ মে ২০১৯

 রুমিন ফারহানা বিএনপির মহিলা এমপি হচ্ছেন

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় সংসদে বিএনপির জন্য নির্ধারিত নারী আসনের সদস্য নির্বাচিত হতে যাচ্ছেন দলটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা। সোমবার তিনি নির্বাচন কমিশনে গিয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে তার মনোনয়নপত্র জমা দেন। এ আসনের নির্বাচনের জন্য ১৬ জুন তারিখ নির্ধারিত আছে। তবে দলটির থেকে আর কোন মনোনয়নপত্র জমা না পড়ায় আজ মঙ্গলবার বাছায় শেষেই তিনি বিনাপ্রতিদদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন। আগামী ২৮ মে প্রার্থিতা প্রত্যাহারের শেষে তাকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করবে ইসি। জাতীয় সংসদের সংরক্ষিত ৫০টি নারী আসনে একটি বাদে বাকি ৪৯ আসনের নির্বাচন আগেই সম্পন্ন হয়েছে। সংসদ নির্বাচনে বিএনপির বিজয়ী প্রার্থীরা শপথ না নেয়ায় এই একটি আসনে নির্বাচন স্থগিত রাখা হয়েছিল। অবশেষে গত এপ্রিল মাসের শেষের দিকে বিএনপি নাটকীয়ভাবে সংসদে যাওয়ার ঘোষণা দেয়ায় দলটির থেকে নির্বাচিত সদস্যরা শপথ গ্রহণ করে। দলের সদস্যরা শপথ নেয়ার পরেই নারী আসনে নির্বাচনের অংশ নেয়ার বিয়টি সামনে চলে আসে। বিএনপির নারীর আসনের একমাত্র সদস্য হিসেবে মনোনয়নপত্র জমা দেয়া রুমিন ফারহানা দলটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকে দায়িত্বে রয়েছেন। তিনি বর্তমানে দলটির একজন সক্রিয় ভূমিকা পালন করছেন। বিভিন্ন টিভি টকশোতে তার সবর উপস্থিতি রয়েছে। রুমিন ফারহানা দেশের বর্ষিয়ান রাজনীতিবিদ অলি আহাদের একমাত্র সন্তান। অলি আহাদ আওয়ামী লীগের প্রথম কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন। একাদশ সংসদের ৫০টি সংরক্ষিত নারী আসনের মধ্যে আওয়ামী লীগের ৪৩ জন, জাতীয় পার্টির চারজন, ওয়ার্কার্স পার্টির একজন এবং স্বতন্ত্র জোটের পক্ষ থেকে একজন রয়েছেন। বিএনপির নির্বাচিতরা আগে শপথ না নেয়ায় তাদের জন্য নির্ধারিত একটি নারী আসন স্থগিত ছিল। দলের মহাসচিব মির্জা ফখরুল ছাড়া বাকিরা একেবারে শেষ সময়ে শপথ নিলে তাদের জন্য নির্ধারিত একটি নারী আসনের তফসিল ঘোষণা করে ইসি। সোমবার নিজের মনোনয়নপত্র জমা দেয়ার পর রুমিন ফারহানা সাংবাদিকদের বলেন, সংসদে গিয়ে দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার আশু ক্তর জন্য কথা বলব। দেশ, জনগণের জন্য কথা বলব। সংরক্ষিত আসনে মনোনয়ন দেয়ায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞা প্রকাশ করেন। বলেন, আমার ওপর যে দায়িত্ব অর্পণ করা হয়েছে তা নিষ্ঠা, সততার সঙ্গে পালন করতে সচেষ্ট থাকব। আজ মঙ্গলবার মনোনয়নপত্র বাছাইয়ের আনুষ্ঠানিকতা শেষ হলে শেরেবাংলা নগরে গিয়ে জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন বলে জানান রুমিন ফারহানা। নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেয়ার সময় বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান সেখানে উপস্থিত ছিলেন। উল্লেখ্য বিএনপির নির্বাচিত সদস্যরা শপথ নেয়ার গত ৮ মে দলটির নারী আসনের নির্ধারিত সদস্য নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী গতকাল ২০ মে সোমবারের মধ্যে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমার শেষ দিন ছিল। আজ মঙ্গলবার প্রার্থিতা বাছাই হবে। প্রত্যাহারের শেষ সময় ২৮ মে ও ভোট ১৬ জুন। তবে সাধারণত দলগুলো একক প্রার্থীর মনোনয়নপত্র জমা দেয়ায় প্রার্থিতা প্রত্যাহারের দিনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয় নারী প্রার্থীদের। গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনে বিএনপি ছয়টি আসন পায়। এর মধ্যে ৫ জন ইতোমধ্যে শপথ নিয়েছে। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ না নেয়ায় তার আসন শূন্য ঘোষণা করা নির্বাচনের জন্য তফসিল দিয়েছে নির্বাচন কমিশন। উপজেলার ৫ম দফায় আজ মনোনয়নপত্র জমার শেষ দিন ॥ এদিকে তফসিল অনুযায়ী আজ মঙ্গলবার শেষ হচ্ছে উপজেলা নির্বাজনের ৫ম দফায় প্রার্থীদের মনোনয়নপত্র জমা। এই ধাপে ১৬ উপজেলায় ভোট গ্রহণ করা হবে আগামী ১৮ জুন। ইতোমধ্যে ৪ ধাপে উপজেলায় নির্বাচন সম্পন্ন করেছে। ইসি জানিয়েছে ৫ ধাপের পরে যেসব উপজেলায় বাকি থাকবে সেগুলোর নির্বাচন ক্রমান্বয়ে সম্পন্ন করা হবে। তফসিল অনুযায়ী এই ধাপে প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই করা হবে ২৩ মে বৃহস্পতিবার। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৩০ মে এবং ভোটগ্রহণ করা হবে ১৮ জুন। ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার যুগ্ম-সচিব ফরহাদ আহাম্মদ খান জানিয়েছেন, শেষ ধাপে ছয়টি উপজেলায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হবে। এগুলো হলো- গাজীপুর সদর, নারায়ণগঞ্জ বন্দর, বাহ্মণবাড়িয়ার বিজয়নগর, কুমিল্লার আদর্শ সদর ও সদর দক্ষিণ এবং নোয়াখালী সদর উপজেলা।
×