ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারকে দাঁড়াতে দেয়া হচ্ছে না ॥ মেনন

প্রকাশিত: ১০:১২, ২১ মে ২০১৯

 পুঁজিবাজারকে দাঁড়াতে দেয়া হচ্ছে  না ॥ মেনন

স্টাফ রিপোর্টার ॥ পুঁজিবাজারকে দাঁড়াতে দেয়া হচ্ছে না বলে মন্তব্য করেছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। তিনি বলেন, একদিকে পুঁজিবাজারে সাধারণ মানুষ সর্বশান্ত, অন্যদিকে কৃষকরা ধানের দাম পাচ্ছেন না। এর পেছনে দুর্নীতি আছে বলে মনে করেন তিনি। সোমবার জাতীয় প্রেসক্লাবে ‘দুর্নীতি, ঋণ খেলাপী ও ব্যাংকিং খাতে নৈরাজ্য বন্ধে বাজেটে সুস্পষ্ট অঙ্গীকার চাই’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে এই আলোচনার আয়োজন করা হয়। সাবেক মন্ত্রী মেনন বলেন, দেশের অর্থনীতিকে শক্তিশালী অবস্থানে দাঁড় করায় পুঁজিবাজার। অথচ এই পুঁজিবাজারকে দাঁড়াতে দেয়া হচ্ছে না। এরশাদ সরকারের আমলে পুঁজিবাজারে ধস শুরু হয়, সেটি ১৯৯৬ ও ২০১০ সালেও হয়েছে। এখনও পুঁজিবাজারকে দাঁড়াতে দেয়া হচ্ছে না। অভিযোগ করে তিনি বলেন, আমরা দেখেছি যাদের কোন প্রতিষ্ঠান নেই, এমন ব্যক্তিদেরও পুঁজিবাজার থেকে টাকা তোলার সুযোগ দেয়া হয়েছে। আমার কাছে এ রকম দশটি তালিকা রয়েছে যেগুলোর কোন প্রতিষ্ঠান নেই। অথচ এরা আইপিও এবং ফান্ড বৃদ্ধির নামে কোটি কোটি টাকা পুঁজিবাজার থেকে তুলে নিয়েছে। দেশের অর্থনীতিতে আর্থিকখাতের অবদান সবচেয়ে বেশি উল্লেখ করে তিনি বলেন, কিন্তু যদি শর্ষের মধ্যে ভূত থাকে তাহলে এই খাত উন্নয়ন বা অবদান রাখবে কিভাবে। কৃষকেরা ধানের দাম পাচ্ছেন না, এখানেও দুর্নীতি হচ্ছে মন্তব্য করে মেনন জানতে চান, কৃষকদের কাছ থেকে এক লাখ টন ধান নেয়া হবে, বাকিটা মিল মালিকদের কাছ থেকে নেয়া হবে, এটি কেন? ঢাকা মহানগর ওয়ার্কার্স পার্টির সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন সাংবাদিক স্বদেশ রায় ও মহানগর সদস্য বেনজীর আহমেদ।
×