ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নিরাপদ ঈদ যাত্রায় দুই সংগঠনের ৩২ সুপারিশ

প্রকাশিত: ১০:১৩, ২১ মে ২০১৯

 নিরাপদ ঈদ যাত্রায় দুই সংগঠনের ৩২ সুপারিশ

স্টাফ রিপোর্টার ॥ ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে ৩২ দফা সুপারিশ দিয়েছে যাত্রী অধিকার নিয়ে কাজ করা দুই সংগঠন। এর মধ্যে ২০ দফা দিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। ১২ দফা সুপারিশ দিয়েছে নৌ সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটি। সোমবার পৃথক পৃথকভাবে দুই সংগঠনের পক্ষ থেকে সুপারিশ গণমাধ্যমে পাঠানো হয়। যাত্রী কল্যাণের ২০ দফা ॥ সংগঠনের পক্ষ থেকে ২০ দফা সুপারিশের মধ্যে অন্যতম হলো জাতীয় ও আঞ্চলিক মহাসড়ক থেকে ফিটনেসবিহীন যানবাহন, নসিমন-করিমন, ইজিবাইক, অটোরিক্সা, ব্যাটারি ও প্যাডেলচালিত রিক্সার পাশাপাশি মোটরসাইকেল চলাচল বন্ধ করা। সংগঠনের মহাসচিব মোঃ মোজাম্মেল হক চৌধুরী গণমাধ্যামে পাঠানো এক বিবৃতিতে বলেন, প্রতিবছর ঈদ আনন্দযাত্রায় সড়ক দুর্ঘটনায় বহুলোকের প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়ে থাকে। এখান থেকে উত্তোরণ ঘটিয়ে সড়ককে নিরাপদ করার জন্য দীর্ঘগতি ও দ্রুতগতির যানবাহনের জন্য আলাদা লেন চালুর দাবি জানাচ্ছি। এবারের ঈদে লম্বা ছুটি পরিকল্পিতভাবে কাজে লাগিয়ে রেশনিং পদ্ধতিতে ঈদযাত্রা নিশ্চিত করা গেলে ভোগান্তি ও দুর্ঘটনামুক্ত নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করা সক্ষম হবে মনে করে সংগঠনটি। এই জন্য সংগঠনর পক্ষ থেকে ২০ দফা প্রস্তাব অনুসরণের দাবি জানানো হয়। সুপারিশসমূহ হলো ॥ দুর্ঘটনা রোধে সারাদেশে রেজিস্ট্রেশন, ফিটনেস ও রুট পারমিটবিহীন সব ধরনের গাড়ি চলাচল বন্ধ, বাস টার্মিনাল ও কাউন্টারগুলোতে প্রয়োজনীয় সংখ্যক সিসিটিভি ক্যামেরা স্থাপনসহ সকল টার্মিনাল ও মহাসড়কে নিরাপত্তা নিশ্চিতকরণ, বাসের ছাদে, ট্রাক ও পিক-আপ ভ্যানে যাত্রী পরিবহন বন্ধে জাতীয় মহাসড়ক, আন্তঃজেলা সড়ক ও আঞ্চলিক সড়কে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, সারাদেশে একযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সকল জেলা ও পুলিশ প্রশাসনকে সম্পৃক্তকরণ, অতিরিক্ত ভাড়া আদায় ও টিকেট কালোবাজারি বন্ধে আইনের যথাযথ প্রয়োগ, দূরপাল্লার সড়কে বেপরোয়া গতিতে গাড়ি চলাচল ও বেআইনীভাবে ওভারটেকিং বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ ইত্যাদি।
×