ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মিথ্যা তথ্য দিয়ে জামিন নেয়ার চেষ্টা

প্রকাশিত: ১০:১৪, ২১ মে ২০১৯

 মিথ্যা তথ্য দিয়ে জামিন নেয়ার চেষ্টা

স্টাফ রিপোর্টার ॥ প্রায় লাখ পিস ইয়াবা আটকের মামলায় জাল নথি দাখিল ও মিথ্যা তথ্য দিয়ে জামিন নেয়ার চেষ্টা করেছিলেন এক আসামি মোঃ সালেহ আহম্মেদ ওরফে সালেহ ওরফে বার্মাইয়া সালেহ। মামলার নথিপত্র পর্যালোচনায় হাইকোর্টের নিকট তা উদ্ঘাটিত হয়েছে। এরপর বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মোঃ মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ওই আসামির জামিন আবেদন খারিজ করে দেয়। একইসঙ্গে মামলার তদবিরকারকসহ জালিয়াতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিতে রেজিস্ট্রার জেনারেলকে নির্দেশ দেয়া হয়। আদালতে আসামির পক্ষে জামিন আবেদনের শুনানিতে ছিলেন আইনজীবী মাহাবুবা হক। অন্যদিকে, রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী এ্যাটর্নি জেনারেল ইউসুফ মাহমুদ মোরসেদ।
×