ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

বাংলাদেশকে নিয়ে সতর্ক মরগান

প্রকাশিত: ১০:২৩, ২১ মে ২০১৯

 বাংলাদেশকে নিয়ে সতর্ক মরগান

স্পোর্টস রিপোর্টার ॥ আইসিসি র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা ইংল্যান্ড কার্যত উড়ছে। পাঁচ ওয়ানডের সিরিজে পাকিস্তানকে বিধ্বস্ত করে বিশ্বকাপের প্রস্তুতিটা ভালমতোই সেরে নিয়েছে আয়োজকরা। তবে অতি আত্মবিশ্বাসে ভুগতে চান না অধিনায়ক ইয়ন মরগান। বাংলাদেশকে ঐক্যবদ্ধ শক্তি উল্লেখ সতর্ক করে তিনি বলেন, ‘বাংলাদেশ খুবই ঐক্যবদ্ধ দল। বিশ্বকাপের পুরো আসর জুড়ে বাংলাদেশকে হালকাভাবে নেয়ার কোন সুযোগ নেই।’ আগামী ৮ জুন কার্ডিফে টাইগারদের মুখোমুখি হবে স্বাগতিক ইংল্যান্ড। বাংলাদেশকে নিয়ে সতর্কতার আরেকটি বড় কারণ, এর আগে তিনবার বাংলাদেশের বিপক্ষে হারের স্বাদ পেয়েছে ইংল্যান্ড। তিনটি জয়েই দারুণ অবদান রেখেছিলেন সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাশরাফি মর্তুজা ও মাহমুদুল্লাহ রিয়াদরা। এবারের বিশ্বকাপেও তারা আছেন। ফলে দীর্ঘদিন ধরে তাদের একসঙ্গে খেলার অভিজ্ঞতা বিশ্বকাপে যেকোন দলকেই ভোগাতে পারে। ২০১০ সালে ইংল্যান্ডের বিপক্ষে ৫ রানের জয় পেয়েছিল বাংলাদেশ। আগে ব্যাট করে ২৩৬ রানের ছোট পুঁজিটাকেই কঠিন করে তুলেছিলেন টাইগার বোলাররা। সেবার মাশরাফি-সাকিবদের দুর্দান্ত বোলিংয়ের সামনে ২৩১ রানেই গুটিয়ে যায় ইংল্যান্ড। এরপর ২০১১ ও ২০১৫ বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে হারের স্মৃতি এখনও তরতাজা ইংল্যান্ডের। ২০১১ সালে বাংলাদেশের মাটিতে ইংল্যান্ডকে ২ উইকেটের ব্যবধানে হারিয়েছিল স্বাগতিকরা।
×