ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

তদন্তে পিবিআই

বংশাল থানার তিন পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

প্রকাশিত: ১২:৪৭, ২১ মে ২০১৯

  বংশাল থানার  তিন পুলিশের বিরুদ্ধে  চাঁদাবাজির  মামলা

স্টাফ রিপোর্টার ॥ আবারও পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠল। খোদ রাজধানীতেই ঘটল এই ঘটনা। ভুয়া মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগে বংশাল থানার তিন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছেন এক ব্যবসায়ী। সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এই মামলা করেন ব্যবসায়ী আব্দুস সালাম। মহানগর হাকিম আবু সুফিয়ান বাদীর জবানবন্দী নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) অভিযোগ তদন্ত করে আগামী ২৯ জুন প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। আসামিরা হলেন বংশাল থানার এসআই রায়হান, এএসআই হাছেন ও এএসআই অমিত। বাদী এজাহারে বলেছেন, আসামিরা গত ১৪ মে দুপুর পৌনে ২টার দিকে তার ভাই সাবের মিয়াকে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা আছে জানিয়ে ব্যবসা প্রতিষ্ঠান থেকে থানায় নেয়ার চেষ্টা করেন। বাদী তাদের কাছে পরোয়ানা দেখতে চাইলে তারা ব্যর্থ হয়ে টালবাহানা শুরু করেন।
×