ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

প্রধান শিক্ষকের পদ

প্রাথমিকে সরাসরি নিয়োগের সুযোগ তুলে দেয়া হবে ॥ গণশিক্ষা প্রতিমন্ত্রী

প্রকাশিত: ১২:৪৯, ২১ মে ২০১৯

  প্রাথমিকে সরাসরি নিয়োগের সুযোগ তুলে দেয়া হবে ॥ গণশিক্ষা প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেছেন, প্রাথমিক বিদ্যালয়ে সরাসরি প্রধান শিক্ষক পদে নিয়োগের সুযোগ তুলে দেয়া হবে। সোমবার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, ভবিষ্যতে সহকারী শিক্ষকদের মধ্য থেকেই পদোন্নতি দিয়ে প্রধান শিক্ষক করা হবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদফতরের আয়োজনে ঢাকা পিটিআইর কনফারেন্স হলে ‘উদ্ভাবনী মেলা ও শোকেসিং-২০১৯’ অনুষ্ঠানে একথা বলেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, প্রধান শিক্ষক হিসেবে সরাসরি নিয়োগ দেয়ার বিষয়টি তুলে দেব আমরা। সহকারী শিক্ষকদের মধ্য থেকেই পদোন্নতি দিয়ে প্রধান শিক্ষক করা হবে। তবে এর আগে শিক্ষকদের পাঠদানে মনোযোগী হওয়া অধিক গুরুত্বপূর্ণ।
×