ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সীতাকুণ্ডে গভীর রাতে পুলিশ-জেলেদের সংঘর্ষ, আটক ১১

প্রকাশিত: ০১:৩০, ২১ মে ২০১৯

সীতাকুণ্ডে গভীর রাতে পুলিশ-জেলেদের সংঘর্ষ, আটক ১১

নিজস্ব সংবাদদাতা, সীতাকুণ্ড(চট্টগ্রাম) ॥ চট্টগ্রামের সীতাকুণ্ডে ইয়াবা ব্যবসায়ীকে আটকের জের ধরে সোমবার দিবাগত গভীর রাতে পুলিশের সাথে জেলেদের সংঘর্ষের ঘটনা ঘটে। এদিকে সংঘর্ষের সময় জেলে পাড়ায় সন্ধ্যা জলদাশের স্ত্রী বেলম্বু রানী জলদাশ(৬০) পুলিশ গুলিতে মৃত্যুর গুজব জড়িয়ে সংঘর্ষ বিশাল আকার ধারণ করে। এ ঘটনায় পুলিশসহ জেলে পাড়ার ২০ নারী-পুরুষ আহত হয়। আহতরা হলেন মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আফজাল হোসেন, উপ-পরিদর্শক আব্দুল আলীম, জাহিদুল ইসলাম জসিমসহ ১০ জন এবং জেলে পাড়ার হাসিরাম জলদাশের পুত্র মতিলাল(৮০) সহ ১১ জন। পরিস্থিতি নিয়ন্ত্রন আনতে গভীর রাতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করলে স্বাভাবিক অবস্থা বিরাজ করে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১১ জনকে আটক করেছে পুলিশ। এ বিষয়ে মডেল থানার উপ-পরিদর্শক জাহিদুল ইসলাম জসিম বাদী হয়ে পুলিশের উপর হামলার অভিযোগে মামলার প্রস্ততি চলছে বলে মডেল থানার ওসি মো. দেলওয়ার হোসেন। তিনি আরো বলেন, ‘জেলেদের হামলায় থানার ওসি তদন্ত আফজালসহ ১০ পুলিশ আহত হয়েছে। প্রাথমিকভাবে জড়িত থাকার অভিযোগে আমরা ১১ জনকে আটক করেছি।’ আজ মঙ্গলবার সকালে উপজেলার কুমিরা ইউনিয়নের ঘাটঘর জেলে পাড়ায় সরেজমিনে গিয়ে দেখা যায় পুরুষ শুন্য জেলে পাড়া ধমধমে অবস্থা বিরাজ করছে। এ বিষয়ে সীতাকুণ্ড উপজেলা নিবার্হী কর্মকর্তা মিল্টন রায় বলেন, ‘রাতে জেলে পাড়া মহিলা মৃত্যু ও পুলিশের সংঘর্ষের বিষয়টি শুনে আমি ঘটনাস্থলে যাই। মহিলা মৃত্যুকে গুজব জড়িয়ে ইয়াবা ব্যবসায়ীরা সংর্ঘবদ্ধ হয়ে পুলিশের উপর দফায় দফায় হামলা চালায়। সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে তথ্য অনুযায়ী হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মহিলা মৃত্যু হয়। আর অসৎ ইয়াবা ব্যসায়ীরা সহজ-সরল জেলেদের পুলিশের হামলায় নিহত হয়েছে বলে উত্তেজনা ছড়ায়। বর্তমানে জেলে পাড়ার পরিস্থিতি স্বাভাবিক বলে তিনি জানান।’
×